Corruption in Pakistan: ইমরান ক্ষমতায় না ফিরলে কী হবে? কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে দেশ ছাড়লেন ফারাহ
Corruption in Pakistan: ইমরানের বর্তমান স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বলেই পরিচিত এই ফারাহ খান। তাঁর বিরুদ্ধে রয়েছে বড়সড় দুর্নীতির অভিযোগ।
ইসলামাবাদ : বর্তমানে পাকিস্তানের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে ইমরান আবার ক্ষমতায় ফিরবেন কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আর তাই পাক রাজনীতির এই টালমাটাল পরিস্থিতির মাঝেই দেশ ছাড়ছেন ইমরান ঘনিষ্ঠরা। এতদিন ইমরান খানের হাত ছিল মাথায়। তাই কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েও নিশ্চিন্তে পাকিস্তানে বসবাস করছিলেন অনেকে। আর এবার যদি ইমরান আর প্রধানমন্ত্রী না হতে পারেন তাহলে গ্রেফতারি এড়ানো কঠিন হবে, এটা ভেবেই দেশ ছাড়ছেন তাঁরা। সম্প্রতি ফারাহ খান নামে এমনই এক মহিলা পাকিস্তান ছেড়ে দুবাই পাড়ি দিয়েছেন, যিনি ইমরানের তৃতীয় তথা বর্তমান স্ত্রী বুশবা বিবির ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। তিন কোটি ডলারেরও বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
নতুন সরকার ক্ষমতায় এলে তাঁরা গ্রেফতার হতে পারেন, এই ভয়েই সম্ভবত দেশ ছাড়ছেন ইমরান ঘনিষ্ঠরা। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, ফারাহ নামে ওই মহিলা দুবাই পাড়ি দিয়েছেন ইতিমধ্যেই। আর তাঁর স্বামী আহসান জামিল গুজ্জর আমেরিকা পাড়ি দিয়েছেন।
শোন যায় এই ফারাহ খান সরকারি আধিকারিকদের বদলির জন্য টাকা নিতেন বেআইনিভাবে। আধিকারিকদের নিজেদের পছন্দ মতো পোস্টিং পেতে ফারাহকে দিতে হত মোটা টাকা। ইমরানের বিরোধী দলগুলির অভিযোগ এই ভাবে কোটি কোটি টাকা আয় করেছেন ফারাহ। এই দুর্নীতিকে ‘মাদার অব অল স্ক্যান্ডাল’ বা সব দুর্নীতির মাথা বলে উল্লেখ করতেন বিরোধীরা। পাকিস্তানি মুদ্রার হিসেবে বেআইনিভাবে অন্তত ৬০০ কোটি বিলিয়ন নেওয়ার অভিযোগ রয়েছে ফারাহ-র বিরুদ্ধে।
নওয়াজ শরিফের মেয়ে মরিয়মের অভিযোগ ইমরানের মদতেই এ ভাবে কোটি কোটি টাকা নিতেন ফারাহ। তবে শুধু ফারাহই নয়, একে একে ইমরান ঘনিষ্ঠ অনেকেই পাকিস্তান ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন বলে সূত্রের খবর।
রবিবার পাক জাতীয় সংসদে ছিল আস্থা ভোট। তার আগেই ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জানিয়েছিলেন, তিনি পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে সংসদ ভেঙে দেওয়ার আর্জি জানাচ্ছেন। একইসঙ্গে দেশের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি। ইমরানের এই দাবি মেনেই প্রেসিডেন্ট আরিফ আলভি পাক সংসদ ভেঙে দেন। সরকারের তরফে ঘোষণা করা হয়, আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন হতে চলেছে। এরপরই ইমরানকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার ভোট হলে ইমরান ক্ষমতায় ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন : Russia-Ukraine War: ইউক্রেন দখলে নয়া চাল, ১০ হাজার সেনা জওয়ান নিয়ে বাজিমাৎ করতে পারে রাশিয়া!