‘আমাদের কারণে লক্ষ্যচ্যুত হয়নি টিকাকরণ’, প্রেসিডেন্টকে পাল্টা জবাব ফেসবুকের

শুক্রবার প্রেসিডেন্টের করা অভিযোগের প্রেক্ষিতেই ফেসবুকের তরফে জানানো হয়, সংস্থার তরফে করোনা ও টিকাকরণ সংক্রান্ত ভুয়ো খবর ছড়ানোর বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম আনা হয়েছে।

'আমাদের কারণে লক্ষ্যচ্যুত হয়নি  টিকাকরণ', প্রেসিডেন্টকে পাল্টা জবাব ফেসবুকের
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2021 | 9:12 AM

ওয়াশিংটন: সোশ্যাল মিডিয়াই মানুষ মারছে বলে অভিযোগ করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এই অভিযোগ মানতে রাজি নয় ফেসবুক। তাদের দাবি, কোনও ভুল তথ্য প্রচার করা হয়নি। বরং ৮৫ শতাংশ ফেসবুক ব্যবহারকারীই ভ্যাকসিন নিয়েছেন বা নিতে ইচ্ছুক।

শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, “সোশ্যাল মিডিয়াগুলি করোনা সংক্রান্ত তথ্য যাচাই না করায় এবং ভুল তথ্য প্রচার করায় মানুষের মৃত্যু হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য ও আসল তথ্য সম্পূর্ণ কথা বলছে।” সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে করোনা ভ্যাকসিন সংক্রান্ত ভুল তথ্য সরিয়ে ফেলার অনুরোধ জানান তিনি।

এর জবাবেই ফেসবুকেরভাইস প্রেসিডেন্ট গাই রোসেন একচি ব্লগ পোস্টে লেখেন, “আমাদের তথ্য অনুযায়ী, ৮৫ শতাংশ ফেসবুক ব্যবহারকারীই ভ্যাকসিন নিয়েছেন বা নিতে চেয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনের লক্ষ্য ছিল ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ জনসংখ্যাকেই করোনা টিকা দেওয়া। ফেসবুকের কারণে সেই লক্ষ্যচ্যুতি হয়নি।”

করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই একাধিকবার ফেসবুক, টুইটার, অ্যালফাবেট সহ একাধিক সোশ্যাল মাধ্যমে ভুল তথ্য প্রচারের অভিযোগ উঠেছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে এবং মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

শুক্রবার প্রেসিডেন্টের করা অভিযোগের প্রেক্ষিতেই ফেসবুকের তরফে জানানো হয়, সংস্থার তরফে করোনা ও টিকাকরণ সংক্রান্ত  ভুয়ো খবর ছড়ানোর বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম এনেছে এবং ব্য়বহারকারীদের কেবল বিশ্বাসযোগ্য তথ্যসূত্রেরই যোগান দেওয়া হচ্ছে।

ডেল্টার দাপটে বর্তমানে ৭০ শতাংশ আক্রান্তের হার বৃদ্দি পেয়েছে গত সপ্তাহের তুলনায়। মৃত্যুহারও বেড়েছে ২৬ শতাংশ। যেখানে টিকাকরণের হার কম, সেখানেই বেশি সংক্রমণ হচ্ছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: মান্যতা পেল কোভিশিল্ড, বদলাল ভ্রমণনীতি, ফ্রান্সে প্রবেশ করতে পূরণ করতে হবে কী কী শর্ত?

COVID third Wave