Onion & Chicken Price: পাকিস্তানে ৫০০ শতাংশ দাম বাড়ল পেঁয়াজের, মুরগীর মাংসের দামও আকাশছোঁয়া
গত চারদিনে পেঁয়াজের দাম প্রায় ৫০০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া চাল, ডাল থেকে শুরু করে তেল, পাউরুটি, দুধ সহ জ্বালানির দামও অনেকাংশে বেড়েছে।
ইসলামাবাদ: পাকিস্তানে দিন-দিন খাদ্য সঙ্কট চরমে উঠছে। রান্নার গ্যাস, ময়দা, গমের পর এবার পাকিস্তানে শুরু হল পেঁয়াজের আকাল! গত চারদিনে পেঁয়াজের দাম প্রায় ৫০০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া চাল, ডাল থেকে শুরু করে তেল, পাউরুটি, দুধ সহ জ্বালানির দামও অনেকাংশে বেড়েছে।
পাক সংবাদমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গত বছরের ৬ জানুয়ারি পাকিস্তানে এক কেজি পেঁয়াজের দাম ছিল ৩৬.৭০ টাকা। আর এবছরের ৫ জানুয়ারি পেঁয়াজের দাম ৫০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ২২০ টাকারও বেশি। শুধু পেঁয়াজ নয়, চাল, ডাল, নুন, সহ সবকিছুরই দাম বৃদ্ধি পেয়েছে।
জানা গিয়েছে, ব্রয়লার চিকেনের দাম গত বছরের ৬ জানুয়ারি ছিল ২১০.১০ টাকা। সেখানে এ বছর ৫ জানুয়ারি ব্রয়লার চিকেনের দাম ৮২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৮৩.৫০ টাকা। একইভাবে ডালের দাম যেখানে গত বছর ছিল কেজি প্রতি ১৫০ টাকা, সেখানে এবছর সাড়ে ৫১ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে দাম দাঁড়িয়েছে ২২৮.৪০ টাকা। আবার ৮০০ গ্রাম নুনের প্যাকেটের গত বছর দাম ছিল ৩২.৯০ টাকা। বর্তমানে সেটির দাম হয়েছে ৪৯.১০ টাকা। বাসমতি চালের দামও ১০০ টাকা থেকে ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪৬ টাকা। সর্ষের তেলের দাম যেখানে গত ৩৭৪ টাকা। সেটা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে দাম হয়েছে ৫৩২.৫০ টাকা। আবার গত বছর যেখানে এক প্যাকেট পাউরুটির দাম ছিল ৬৫ টাকা, এবছর সেটার দাম ৩৬.৭০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা। অন্যদিকে, গত বছর লিটার প্রতি দুধের দাম ছিল ১১৪.৮০ টাকা। এ বছর সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪৯.৭০ টাকা।
খাদ্যদ্রব্যের মতো জ্বালানির দামের গ্রাফও ঊর্ধ্বমুখী। ৬১ শতাংশ ডিজেলের দাম এবং পেট্রোলের দাম ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে, এক সপ্তাহের মধ্যে গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ মুদ্রাস্ফীতি হয়েছে পাকিস্তানে। যা যথেষ্ট উদ্বেগজনক।
উল্লেখ্য, দিন কয়েক আগেই পাকিস্তানে ময়দার দাম ২ হাজার টাকা ছাড়িয়েছে। বলা ভাল, দেশজুড়ে ময়দার আকাল দেখা দিয়েছে। ময়দা কিনতে গিয়ে পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। আবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস ভরার ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। পাকিস্তানের অবস্থা ক্রমশ শ্রীলঙ্কার মতো হতে চলেছে বলে মনে করছেন অনেকে। যদিও পাক সরকারের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।