Seoul Stampede: হ্যালোউইনের আগেই ‘মৃত্যুপুরী’ সিওল, শতাধিকের মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রনেতাদের
Seoul Stampede: পদপিষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ার সিওলে মৃত্য়ু হয়েছে প্রায় ১৫০ জনের। আহত হয়েছেন আরও শতাধিক। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা।
সিওল: হ্যালোউইন (Halloween) উদযাপনে মেতে উঠছিল গোটা শহর। তবে হ্য়ালোউইনের আগেই শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ কোরিয়ার (South Korea) সিওলে (Seoul)। হ্যালোউইনের আনন্দে যে সিওলে সাজো সাজো রব দেখা যাচ্ছিল। বিভিন্ন ধরনের পোশাকে বাজারে ভিড় করেছিলেন নাগরিকরা। সেই সিওলই এখন মৃত্যুপুরী। শনিবার সেখানে একটি বাজারে পদপিষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১৫০ জনের। আহত হয়েছেন শতাধিক।
হ্যালোউইন উৎসবে মেতে উঠেছে সিওল। দু’ বছরের লকডাউন পেরিয়ে এই বছর কোনও বিধিনিষেধ ছিল না এই উৎসবে। তাই স্বাভাবিকভাবেই নাগরিকদের মধ্যে এই হ্য়ালোউইন নিয়ে উত্তেজনা ছিল বেশি। দু’ বছর পর উৎসব পালনের জন্য প্রস্তুত হচ্ছিলেন তাঁরাও। এই আবহে গতকাল সিওলের আইটেওন জেলার একটি বাজারে ভিড় করেন প্রায় লক্ষাধিক মানুষ। সরু গলিতে এত মানুষ ধারণের জায়গা ছিল না। একে অন্যকে টপকে যাওয়ার জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ভিড়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে অনেকের। পদপিষ্টের ঘটনায় বাড়ে মৃতের সংখ্যা। প্রথমে ৫০ জানা গেলেও রাত বাড়তেই মৃতের সংখ্য়া বেড়ে প্রায় ১৫০ হয়ে যায়। উৎসবের আনন্দে যে শহর লোকারণ্য হয়ে উঠছিল কয়েক মুহূর্তে সেটি একটি মৃত্যুপুরীতে পরিণত হয়। তবে এই ঘটনার পিছনে কারণ এখনও স্পষ্ট হয়নি।
What the mainstream isn’t showing – Heart Attacks during Halloween in South Korea #covidvaccines @DefyResist @rustyrockets @RealCarlVernon pic.twitter.com/nkDsC1DFLc
— Adam Harries (@Adam_Harries) October 29, 2022
এই ঘটনার পরের সেই বাজার এলাকার কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তায় দুই ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিছু শীতল দেহ। একাধিক মৃতপ্রায় জনতাকে সিপিআর দিতে দেখা যায় পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের। সিওলের ওই বাজারের রাস্তায় হাহাকারের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে দক্ষিণ কোরিয়ার এই ঘটনায় বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা শোক প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে জানিয়েছেন, ‘সিওলে যাঁরা নিজের পরিবার পরিজনদের হারিয়েছেন তাঁদের প্রতি জিল ও আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা কোরিয়া প্রজাতন্ত্রের জনগণের সাথে শোক প্রকাশ করছি এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্যের জন্য আমাদের শুভকামনা পাঠাচ্ছি।’এদিকে সদ্য নির্বাচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও টুইট করে সমবেদনা জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ দক্ষিণ কোরিয়ার পাশে থাকার বার্তা দিয়ে সমবেদনা প্রকাশ করেছেন। কানাডার প্রেসিডেন্টও শোক প্রকাশ করে আহতদের সুস্থতা কামনা করেছেন। রবিবার দক্ষিণ কোরিয়ার এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি টুইটে লিখেছেন, ‘সিওলে পদপিষ্ট হয়ে এত নাগরিকের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এই কঠিন সময়ে আমরা কোরিয়া প্রজাতন্ত্রের সাথে সংহতি প্রকাশ করছি।’