Hamas New Chief: গাজার ‘বেতাজ বাদশা’ই নতুন হামাস প্রধান, ঘোষণার পরই একগুচ্ছ রকেট হামলা ইজরায়েলে
Israel Hamas War: গত বছরের ৭ অক্টোবর, ইজরায়েলের উপরে প্রথম মিসাইল হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী, যার জেরেই যুদ্ধের সূত্রপাত, সেই হামলার পিছনে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন নতুন হামাস প্রধান সিনওয়ার। এমনটাই দাবি ইজরায়েলি মিলিটারির।
গাজা: ইজরায়েলি হানায় মৃত্যু হামাস প্রধানের। তবে এত সহজে দমে যাওয়ার পাত্র নয় হামাস। ইসমাইল হানিয়ের মৃত্যুর পর নতুন প্রধান ঘোষণা করল হামাস। গাজা স্ট্রিপের দায়িত্বে থাকা ইয়াহা সিনওয়ারকে হামাসের নতুন রাজনৈতিক নেতা বলে ঘোষণা করা হল।
গত সপ্তাহেই তেহরানে হামলা চালিয়ে হত্যা করা হয় হামাস রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ে ও তাঁর দেহরক্ষীকে। অভিযোগের আঙুল ওঠে ইজরায়েলের দিকে। ইরানের একটি সরকারি অনুষ্ঠানেই যোগ দিতে এসেছিলেন হানিয়ে। তাদের দেশে ঢুকে হামাস নেতাকে খুনের পরই যুদ্ধের চরম হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। বদলা নিতে শুরু করেছে লেবাননও। হামাসও যে চুপ থাকবে না, তা বলা বাহুল্য।
হানিয়েকে হত্যা করে হামাসকে বড় ধাক্কা দেওয়ার পরিকল্পনা ছিল ইজরায়েলের। তবে সেই ধাক্কা সামলিয়ে উঠে হামাস নতুন প্রধান ঘোষণা করল। সন্ত্রাস গোষ্ঠীর তরফে বিবৃতি জারি করে বলা হয়, “ইসলামিক রেজিস্টেন্ট মুভমেন্ট হামাস রাজনৈতিক প্রধান হিসাবে ইয়াহা সিনওয়ারকে নিয়োগ করল।”
হামাসের নতুন নেতা ২৪ বছর ইজরায়েলের জেলেই কাটিয়েছেন। ইজরায়েল তাঁকে ‘প্যালেস্তাইনের ওসামা বিন লাদেন’ বলে। ২০১৭ সালে হামাসের তরফে তাঁকে গাজার সর্বোচ্চ শাসক হিসাবে ঘোষণা করা হয়।
গত বছরের ৭ অক্টোবর, ইজরায়েলের উপরে প্রথম মিসাইল হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী, যার জেরেই যুদ্ধের সূত্রপাত, সেই হামলার পিছনে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন নতুন হামাস প্রধান সিনওয়ার। এমনটাই দাবি ইজরায়েলি মিলিটারির।
জানা গিয়েছে, এই ঘোষণার পরই হামাসের সশস্ত্র বাহিনী গাজা স্ট্রিপ থেকে এক গুচ্ছ রকেট ছো়ড়ে ইজরায়েলের উদ্দেশে।