Rishi Sunak: ঋষি সুনককে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়েছেন, রহস্য ফাঁস করে দিলেন শাশুড়ি সুধা মূর্তি

Sudha Murthy: ইনফোসিস সংস্থার সূচনা কেন বৃহস্পতিবার হয়েছিল, তার ব্যাখ্যা দিয়ে সুধা মূর্তি বলেন, "হ্যাঁ, এক বৃহস্পতিবারেই ইনফোসিস সংস্থার সূচনা হয়েছিল। তবে শুধু আমরাই নই, আমার জামাইও অত্য়ন্ত ধার্মিক। বিগত ১৫০ বছর ধরে তাঁর পূর্বপুরুষ ইংল্য়ান্ডে বসবাস করলেও, ওরা অত্য়ন্ত ধার্মিক।"

Rishi Sunak: ঋষি সুনককে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়েছেন, রহস্য ফাঁস করে দিলেন শাশুড়ি সুধা মূর্তি
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 12:04 PM

লন্ডন: যে দেশ এক সময় ভারতকে শাসন করেছিল, সেই দেশেরই প্রধানমন্ত্রীর গদিতে বসেছেন এক ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে ঋষি সুনক (Rishi Sunak) নির্বাচিত হওয়ার পর এই কথাই সবথেকে বেশি চর্চিত হয়েছিল। এবার ঋষি সুনকের প্রধানমন্ত্রী হওয়ার রহস্য়ও ফাঁস হয়ে গেল। এই গোপন তথ্য ফাঁস করলেন বাইরের কেউ নয়, সুনকের পরিবারের অন্য়তম গুরুত্বপূর্ণ এক সদস্য়ই। তিনি আর কেউ নন, ঋষি সুনকের শাশুড়ি সুধা মূর্তি (Sudha Murthy)। তবে সুধা মূর্তিকে সকলে চেনেন অন্য পরিচয়ে, ইনফোসিসের (Infosys) সহ প্রতিষ্ঠাতা হিসাবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক বিয়ে করেছেন অক্ষতা মূর্তিকে। অক্ষতা হলেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির কন্য়া। সম্প্রতিই ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা সুধা মূর্তি একটি সাক্ষাৎকারে নিজেদের ব্য়বসা, তার উত্থান-পতন নিয়ে যেমন আলোচনা করেন, তেমনই জামাতা ঋষি সুনকের রাজনৈতিক কেরিয়ার নিয়েও কথা বলেন। ঋষি সুনকের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে সুধা মূর্তি জানান, তাঁর মেয়েই জামাতাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। সুধা মূর্তি বলেন, “আমার মেয়ে অক্ষতা মূর্তি ওর স্বামীকে প্রধানমন্ত্রী বানিয়েছে।

ব্রিটেনের সবথেকে কমবয়সী প্রধানমন্ত্রী ঋষি সুনক। তাঁর এই সাফল্যের কারণ হিসাবে তিনি বলেন, “আমি নিজের স্বামীকে ব্য়বসায়ী বানিয়েছি। আর আমার মেয়ে তাঁর স্বামীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়েছে। এদের সকলেরই সাফল্যের পিছনে স্ত্রীদের ভূমিকা অপরিসীম। আপনারাই দেখুন একজন স্ত্রী কীভাবে তাঁর স্বামীর মধ্যে পরিবর্তন আনেন। তবে আমি আমার স্বামীকে পরিবর্তন করতে পারিনি। আমার স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি, আর আমার মেয়ে তাঁর স্বামীকে প্রধানমন্ত্রী বানিয়েছে।”

সুধা মূর্তি জানান, ঋষি সুনকের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে বিভিন্নভাবে প্রভাবিত করেছে তাঁর মেয়ে অক্ষতা। তবে সবথেকে বেশি পরিবর্তন এনেছেন ঋষি সুনকের খাদ্য়াভাসে।

নিজেদের ধর্মাচরণ, বিশ্বাস নিয়েও কথা বলেন সুধা মূর্তি। ইনফোসিস সংস্থার সূচনা কেন বৃহস্পতিবার হয়েছিল, তার ব্যাখ্যা দিয়ে সুধা মূর্তি বলেন, “হ্যাঁ, এক বৃহস্পতিবারেই ইনফোসিস সংস্থার সূচনা হয়েছিল। তবে শুধু আমরাই নই, আমার জামাইও অত্য়ন্ত ধার্মিক। বিগত ১৫০ বছর ধরে তাঁর পূর্বপুরুষ ইংল্য়ান্ডে বসবাস করলেও, ওরা অত্য়ন্ত ধার্মিক। অক্ষতার সঙ্গে বিয়ের পরেই ঋষি আমায় প্রশ্ন করেছিল যে আমরা কোনও শুভ কাজ কেন বৃহস্পতিবারে শুরু করি। ও প্রত্যেক বৃহস্পতিবার উপোস রাখে। ওর মা (ঋষি সুনকের মা)-ও প্রত্যেক সোমবার করে উপোস রাখে।”

প্রসঙ্গত, ২০০৯ সালে অক্ষতা মূর্তিকে বিয়ে করেন ঋষি সুনক।  ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার পর থেকেই ঋষি সুনকের থেকেও বেশি চর্চা ছিল তাঁর স্ত্রী অক্ষতার সম্পত্তির পরিমাণ। ব্রিটেনের প্রয়াত প্রাক্তন রানি দ্বিতীয় এলিজাবেথের থেকেও অক্ষতার সম্পত্তির পরিমাণ বেশি বলেই জানা যায়।