AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Execution: ১৭ বছরের কিশোরকে ফাঁসি, চলতি বছর ফাঁসিকাঠে ঝুলেছে ৬৮৫ জন

Iran: তরুণদের মৃত্যুদণ্ড দিয়ে রাষ্ট্রসঙ্ঘের শিশু অধিকার কনভেনশনের আইন লঙ্ঘন করেছে ইরান। আইএইচআর-এর তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে ইরানে কমপক্ষে ৬৮ জন নাবালকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া চলতি বছর এই নিয়ে অন্তত ৬৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

Execution: ১৭ বছরের কিশোরকে ফাঁসি, চলতি বছর ফাঁসিকাঠে ঝুলেছে ৬৮৫ জন
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 12:05 AM
Share

তেহরান: খুনের মামলায় দোষী সাব্যস্ত। মাত্র ১৭ বছরের কিশোরকে ফাঁসিতে ঝোলাল ইরান (Iran)। শনিবার তাকে ফাঁসিতে ঝোলানো হয়। নাবালক বয়সে করা অপরাধের জন্য এই তরুণের ফাঁসি কার্যকর করায় ক্ষোভ প্রকাশ করেছে ইরানের মানবাধিকার দুই গোষ্ঠী। এই নিয়ে চলতি বছর ইরানে ৬৮৫ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

নরওয়েভিত্তিক হেনগাও এবং ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)পৃথক বিবৃতিতে জানিয়েছে, রাজাভি খোরাসান প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর সাবজেভারের জেলবন্দি ১৭ বছরের হামিদরেজা আজারিকে ফাঁসি দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইএইচআর পরিচালক মাহমুদ-আমিরি মোগাদ্দাম বলেন, ‘ইরানে কেউ যদি ড্রাইভিং লাইসেন্স পেতে চায়, তাদের বয়স ১৮ বছর হতে হবে। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ইরানে ১৫ বছর বয়সই যথেষ্ট।’

এক টিভি চ্যানেল জানায়, আজারি তার পরিবারের একমাত্র সন্তান। সে প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও কয়েক বছর আগে ভাঙ্গারি শ্রমিক হিসেবে কাজ শুরু করে। চলতি বছরের মে মাসে এক ব্যক্তির সঙ্গে ঝগড়া বাধে তার। সেইসময় ওই ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হওয়ায় ১৭ বছর বয়সেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, তরুণদের মৃত্যুদণ্ড দিয়ে রাষ্ট্রসঙ্ঘের শিশু অধিকার কনভেনশনের আইন লঙ্ঘন করেছে ইরান। আইএইচআর-এর তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে ইরানে কমপক্ষে ৬৮ জন নাবালকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া চলতি বছর এই নিয়ে অন্তত ৬৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।