Israel-Hamas War: কোলের শিশুদেরও মুন্ডু কেটে নিচ্ছে! নৃশংসতার চরম সীমায় হামাস, শপথ নিল ইজরায়েল সেনাও

Hamas: ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছিল, কমপক্ষে ১৬৩ জন ইজরায়েলি নাগরিককে পণবন্দি করে রেখেছে হামাস। এদের মধ্য়ে অধিকাংশই মহিলা ও শিশু। তাদের গাজা স্ট্রিপের গোপন সুড়ঙ্গে আটকে রাখা হয়েছে। তাদের উপরে নির্মম অত্য়াচার করা হচ্ছে। পার পাচ্ছে না শিশুরাও।

Israel-Hamas War: কোলের শিশুদেরও মুন্ডু কেটে নিচ্ছে!  নৃশংসতার চরম সীমায় হামাস, শপথ নিল ইজরায়েল সেনাও
হামাস যোদ্ধার মৃতদেহের সামনে দাঁড়িয়ে ইজরায়েল সেনা।Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 10:37 AM

জেরুজালেম: নৃশংস, নির্মম। এই শব্দগুলিও কম পড়ছে হামাসের (Hamas) হত্যালীলাকে বর্ণনা করতে। ষষ্ঠদিনে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ (Israel-Palestine War) গড়িয়েছে। হামাস বাহিনীর বিরুদ্ধে চরম নৃশংসতার অভিযোগ আনল ইজরায়েল সেনা (Israel Army)। দাবি করা হল, শিশুদের মাথা কেটে নিচ্ছে হামাস। এমন নৃশংসতার পাল্টা জবাব দেওয়া হবে, হামলাকারী হামাস বাহিনীকে নিশ্চিহ্ন করা হবে বলেই হুঁশিয়ারি দিল ইজরায়েল বাহিনী।

হামাস বাহিনীর বিরুদ্ধে লড়তে একজোট হয়েছে ইজরায়েল সরকার। শাসক ও বিরোধী দলগুলি মিলিত হয়ে একটি জরুরি সরকার গঠন করেছে। বুধবার এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরই ইঙ্গিত দেওয়া হয় যে শীঘ্রই গাজায় এমন পাল্টা হামলা করা হবে যে পৃথিবীর বুক থেকেই নিশ্চিহ্ন হয়ে যাবে হামাস বাহিনী।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “হামাসের প্রত্যেক সদস্যকে শেষ করা হবে। আমরা ওদের ধ্বংস করব। পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ওদের অস্তিত্ব”। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও বলেন, “আমি সকলের সামনে শপথ নিয়ে বলছি-পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে হামাসকে।”

ইজরায়েল সেনার তরফে আগেই জানানো হয়েছিল, কমপক্ষে ১৬৩ জন ইজরায়েলি নাগরিককে পণবন্দি করে রেখেছে হামাস। এদের মধ্য়ে অধিকাংশই মহিলা ও শিশু। তাদের গাজা স্ট্রিপের গোপন সুড়ঙ্গে আটকে রাখা হয়েছে। তাদের উপরে নির্মম অত্য়াচার করা হচ্ছে। পার পাচ্ছে না শিশুরাও। মা-বাবাদের সামনেই গলা কেটে হত্যা করা হচ্ছে শিশুদের। হামাসের এই নৃশংসতার চরম জবাব দেওয়া হবে বলেই জানায় ইজরায়েল সেনা।