Israel-Hamas War: ‘ভুল সতর্কতা’, লেবাননের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ এনেও পাল্টি খেল ইজরায়েল

Israel-Lebanon Conflict: ইজরায়েলের উত্তরে রয়েছে লেবানন সীমান্ত। যুদ্ধ শুরুর দিন দুয়েক পর থেকেই ইজরায়েল সেনার তরফে দাবি করা হয়, শুধু গাজা থেকে নয়, সিরিয়া ও লেবানন থেকেও হামলা চালানো হচ্ছে। সিরিয়ার বাহিনীর সঙ্গে সংঘর্ষও হয়েছে বলে দাবি করা হয়। পরে বুধবার ইজরায়েলের সেনার তরফে দাবি করা হয়, লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লা ইজরায়েলের উপরে হামলা চালাচ্ছে।

Israel-Hamas War: 'ভুল সতর্কতা', লেবাননের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ এনেও পাল্টি খেল ইজরায়েল
গাজা সীমান্তে ইজরায়েল সেনা।Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 8:38 AM

জেরুজালেম: শুধু গাজা স্ট্রিপ থেকে নয়, সিরিয়া থেকেও হামলা চালাচ্ছে হামাস। মঙ্গলবারই এমন দাবি করেছিল ইজরায়েলি সেনা। বুধবার আরও গুরুতর অভিযোগ আনে ইজরায়েল। দাবি করা হয়, লেবানন থেকেও হামলা চালানো হচ্ছে তাদের উপরে। ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে আসছে উত্তরের সীমান্ত থেকে। লেবানন থেকে যুদ্ধবিমানও প্রবেশ করেছে ইজরায়েলের আকাশসীমায় বলে দাবি করা হয়। লেবাননের অনুপ্রবেশ নিয়ে সবে নয়া বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে, সেই সময়ই ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হল, ভুল সতর্কতা জারি করা হয়েছে। লেবানন হামলা চালায়নি।

ইজরায়েলের উত্তরে রয়েছে লেবানন সীমান্ত। যুদ্ধ শুরুর দিন দুয়েক পর থেকেই ইজরায়েল সেনার তরফে দাবি করা হয়, শুধু গাজা থেকে নয়, সিরিয়া ও লেবানন থেকেও হামলা চালানো হচ্ছে। সিরিয়ার বাহিনীর সঙ্গে সংঘর্ষও হয়েছে বলে দাবি করা হয়। পরে বুধবার ইজরায়েলের সেনার তরফে দাবি করা হয়, লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লা ইজরায়েলের উপরে হামলা চালাচ্ছে। গোলাগুলি বর্ষণ করা হচ্ছে। বুধবার অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলও ছোড়ে লেবানন, তার আঘাতে বেশ কয়েকজন ইজরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে। লেবাননকে পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলও, এমনটাই জানানো হয়।

আকাশপথে হামলার অভিযোগ তুলেই বিশেষ সতর্কতা জারি করা হয়। ইস্যু করা হয় এয়ার অ্যালার্ট। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। তবে লেবাননের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনার কিছুক্ষণ পরই ইজরায়েলের হোম ফ্রন্ট কম্যান্ডের তরফে জানানো হয়, ভুল সতর্কতা জারি করা হয়েছে। এমন কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

অন্য়দিকে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি জানান, ইজরায়েল-লেবানন সংঘর্ষের উপরে কড়া নজর রাখা হচ্ছে। তিনিও দাবি করেন, দক্ষিণ লেবানন থেকে ইজরায়েলের দিকে মিসাইল উড়ে আসতে দেখা গিয়েছে।