Israel: ‘গণতন্ত্রের উপর হামলা’, ফের বিক্ষোভে উত্তাল ইজরায়েল

গণতন্ত্রের উপর আক্রমণ হচ্ছে অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামল ইজরায়েলের মানুষ। হাতে জাতীয় পতাকা নিয়ে 'গণতন্ত্র বাঁচাও' শ্লোগানে সরব হয়েছে তারা।

Israel: 'গণতন্ত্রের উপর হামলা', ফের বিক্ষোভে উত্তাল ইজরায়েল
রাজধানী তেল আবিবের রাস্তায় বিক্ষোভে সামিল হাজার মানুষ। সৌজন্য: এএফপি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 7:40 PM

তেল আবিব: ফের উত্তাল হয়ে উঠল ইজরায়েল (Israel)। আবারও বিচারবিভাগীয় নীতির বিরুদ্ধে তেল আবিব (Tel Aviv) শহরের রাস্তায় নামল হাজার-হাজার মানুষ। গণতন্ত্রের উপর আক্রমণ হচ্ছে অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামল ইজরায়েলের মানুষ। হাতে জাতীয় পতাকা নিয়ে ‘গণতন্ত্র বাঁচাও’ (Save Democracy) শ্লোগানে সরব হয়েছে তারা। এই বিক্ষোভে বোমাবাজির খবরও উঠে এসেছে।

গত ২৭ মার্চ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিচার বিভাগীয় ক্ষেত্রে এক সংশোধন এনেছেন। যা ইজরায়েলের মানুষের মধ্যে তীব্র বিক্ষোভের জন্ম দিয়েছে। তারপর থেকেই রাজধানীর রাস্তায় নেমে বিক্ষোভ-প্রতিবাদে সামিল হয়েছে ইজরায়েলের মানুষ।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রায় ১০ হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে। হাইফার উত্তর বন্দর এবং বিচারপতির বাড়ির বাইরেও বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়েছে। ষাটোর্ধ্ব এক বিক্ষোভকারীর কথায়, “আমরা আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমরা অন্য দেশের বাসিন্দা নয়।”

প্রসঙ্গত, বিচারবিভাগীয় ক্ষেত্রে বেঞ্জামিন সরকার যে নীতি নিয়ে এসেছে, সেটা সুপ্রিম কোর্টের কর্তৃত্বকে খর্ব করবে এবং বিচারক নির্বাচনের ক্ষেত্রে রাজনীতিবদদের বেশি ক্ষমতা দেবে এবং গণতান্ত্রিক নিয়ন্ত্রণের বিষয়টিকে চ্যালেঞ্জ করবে বলে অভিযোগ উঠেছে। যদিও বেঞ্জামিন সরকারের দাবি, সাংসদ ও বিচারবিভাগের ক্ষমতার ভারসাম্যের জন্য এই পরিবর্তনগুলি প্রয়োজন। এপ্রসঙ্গে উল্লেখ্য, মার্কিন সংস্থা মুডি’স-এর রেটিংয়ে ইজরায়েলের দৃষ্টিভঙ্গি “ইতিবাচক” থেকে “স্থিতিশীল” এ নেমে এসেছে। এই তকমা পাওয়ার একদিন পর, শনিবারই বিক্ষোভে উত্তাল হয়ে উঠল তেল আবিব।