লন্ডনে বিদেশমন্ত্রী জয়শঙ্করের উপরে হামলার চেষ্টা, ভারতের পতাকা ছিঁড়ে ফেলল খালিস্তানি সমর্থকরা
S Jaishankar: লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। সেখানেই একটি অনুষ্ঠান চলাকালীন খালিস্তানি সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়।

লন্ডন: বিদেশমন্ত্রীর উপরে হামলার চেষ্টা। লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। সেখানেই একটি অনুষ্ঠান চলাকালীন খালিস্তানি সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। বিদেশমন্ত্রী যখন বেরিয়ে আসছিলেন, সেই সময়ও এক খালিস্তানি সমর্থক তেড়ে যায়। বিদেশমন্ত্রী, পুলিশ অফিসারদের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, বিদেশমন্ত্রী চাথাম হাউস থেকে যখন বেরিয়ে আসছিলেন, সেই সময় এক খালিস্তানি সমর্থক তেড়ে যায় তাঁর কনভয়ের দিকে। বিদেশমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও কয়েক মুহূর্ত হকচকিয়ে যান। পরে ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়।
Khalistani elements attempted to attack and insult @DrSJaishankar by desecrating the Indian flag on British soil. This is a serious concern and raises questions about security lapses in London. #London #Khalistani @PMOIndia @HMOIndia @metpoliceuk @HCI_London pic.twitter.com/NUqR5d6Z7r
— Gayatri 🇬🇧🇮🇳(BharatKiBeti) (@changu311) March 5, 2025
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক যখন চলছিল, সেই সময় চাথাম হাউসের বাইরে খালিস্তানি সমর্থকরা ভারত বিরোধী এবং খালিস্তানের সমর্থনে লাগাতার স্লোগান দেয়। পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়। বিদেশমন্ত্রীর অনুষ্ঠানস্থলের বাইরেই এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে।
A handful of Khalistanis protesting outside @ChathamHouse where Dr Jaishankar is about to speak & kicking Indian flag wrapped around a football pic.twitter.com/hUFbOYNPpe
— Ayesha Siddiqa (@iamthedrifter) March 5, 2025
প্রসঙ্গত ৪ মার্চ থেকে আগামী ৯ মার্চ পর্যন্ত ব্রিটেন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গতকালই তিনি ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক একাধিক ইস্যু নিয়ে তাদের মধ্যে কথা বলেন। বাণিজ্য থেকে শিক্ষা, প্রযুক্তি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।





