Sri Lanka Economic Crisis : ইস্তফা দিলেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ

| Edited By: | Updated on: Jul 14, 2022 | 10:07 PM

Sri Lanka Emergency : শ্রীলঙ্কায় জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে গতকাল। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর আবারও বিক্ষোভে টালমাটাল পরিস্থিতি রাজধানী কলম্বোতে। আজ মলদ্বীপ থেকে সিঙ্গাপুরে যেতে পারেন গোতাবায়া।

Sri Lanka Economic Crisis : ইস্তফা দিলেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ
গোতাবায়া রাজাপক্ষে। ফাইল ছবি

কলম্বো : বুধবার রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার আগেই দেশ ছেড়ে পালিয়েছিলেন গোতাবায়া রাজাপক্ষে। তাঁর দেশ ছাড়ার পর বিক্ষোভ অন্য মাত্রা নেয়। শ্রীলঙ্কার নাগরিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।  পুলিশ কাঁদানে গ্যাস, জল কামান ছুঁড়েও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পারছিল না। রাষ্ট্রপতির বাসভবনের পর গতকাল প্রধানমন্ত্রীর দফতর দখল করেন বিক্ষোভকারীরা। আজও তাঁদের সেখানেই বহাল তবিয়তে থাকতে দেখা যায়। গতকালই পরিস্থিতি সামাল দিতে দ্বীপরাষ্ট্রে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছিল। এদিকে একটি বিজ্ঞপ্তি জারি করে গতকালই প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘেকে রাষ্ট্রপতির ক্ষমতার প্রয়োগ করার অনুমোদন দেন পলাতক রাষ্ট্রপতি গোতাবায়া রাজপক্ষে। অন্যদিকে মলদ্বীপে বসবাসকারী শ্রীলঙ্কার নাগরিকরাও গোতাবায়ার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে মলদ্বীপ থেকে সিঙ্গাপুর যেতে পারেন গোতাবায়া।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Jul 2022 10:06 PM (IST)

    চরম বিক্ষোভের মাঝে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন গোতাবায়া

    বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন গোতাবায়া রাজাপক্ষে। এদিন তিনি সিঙ্গাপুরে পৌঁছেই শ্রীলঙ্কার সংসদের স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র ইমেল করেন বলে সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে। স্পিকারও নিশ্চিত করেছেন যে তিনি গোতাবায়ার পদত্যাগপত্র পেয়েছেন। তবে গতকালই তাঁর রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার কথা ছিল। তবে শেষ অবধি তা হয়নি। তবে গতকালই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। অন্যদিকে তাঁর পদত্যাগের খবর শুনেই খুশির মেজাজ দ্বীপরাষ্ট্রে। বিক্ষোভকারীরা প্রথম থেকেই রাজাপক্ষে পরিবারের সরকারের পদ থেকে ইস্তফার দাবি করে এসেছেন। অবশেষে তাঁদের দাবিতে পড়ল সিলমোহর। শ্রীলঙ্কায় এখন ফাটছে বাজি, পটকা। উদযাপনের আবহাওয়া সেখানে।

    বিস্তারিত পড়ুন : Sri Lanka Economic Crisis : চরম বিক্ষোভের মাঝে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন গোতাবায়া

  • 14 Jul 2022 10:05 PM (IST)

    রাশিয়ার কারণেই শ্রীলঙ্কায় এই পরিস্থিতি! এ কী বললেন জ়েলেনস্কি?

    রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য। বাস্তবে এই প্রবাদের প্রতিফলন আগেও দেখা গিয়েছে। আর এই প্রবাদের কড়া দাওয়াই হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইউক্রেন ও রাশিয়ার সাধারণ নাগরিকরা। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব শুধুমাত্র সেই দুই দেশের সীমানাতে আটকে নেই। সীমানা পেরিয়ে তা গোটা বিশ্বকেই প্রভাবিত করেছে এই দুই দেশের যুদ্ধ। এক দেশে যুদ্ধ পরিস্থিতি। অন্য দেশে খাবার, জ্বালানি ও অন্যান্য জরুরি পরিষেবার জন্য হাহাকার। দ্বীপরাষ্ট্রে এখন টালমাটাল পরিস্থিতি। বিভিন্ন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। বিদেশি অর্থ তলানিতে ঠেকেছে। গলা অবধি ঋণে জর্জরিত এই দেশ অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি ভুগছে রাজনৈতিক সঙ্কটেও। আর শ্রীলঙ্কায় এই পরিস্থিতির কারণ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ! এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তিনি অভিযোগ করেছেন রাশিয়ার কারণেই বিশ্ব জুড়ে খাদ্য সঙ্কট ও মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে।

    বিস্তারিত পড়ুন : Ukraine President Volodymyr Zelenskyy : রাশিয়ার কারণেই শ্রীলঙ্কায় এই পরিস্থিতি! এ কী বললেন জ়েলেনস্কি?

  • 14 Jul 2022 07:37 PM (IST)

    ইস্তফা দিলেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ

    সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদত্যাগপত্র ইমেল মারফত সংসদের স্পিকারের কাছে পাঠিয়েছেন। উল্লেখ্য, ১৩ জুলাই গতকালই ইস্তফা দেওয়ার কথা ছিল তাঁর।

  • 14 Jul 2022 06:23 PM (IST)

    ‘সিঙ্গাপুরে আশ্রয় দেওয়া হয়নি গোতাবায়াকে’

    এদিন মলদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে উড়ে গিয়েছেন ‘পলাতক’ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। তিনি ইতিমধ্যেই সিঙ্গাপুরে পৌঁছে গিয়েছেন। এদিকে সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ব্য়ক্তিগত কারণে রাষ্ট্রপতি গোতাবায়া সিঙ্গাপুরে এসেছেন। সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী, মন্ত্রক জানিয়েছে, ‘তিনি আশ্রয়ের জন্য আবেদন জানাননি। এমনকী তাঁকে আশ্রয়ও দেওয়া হয়নি।’

  • 14 Jul 2022 06:15 PM (IST)

    ‘আগামিকাল হবে না সংসদের অধিবেশন’

    শ্রীলঙ্কার সংসদের স্পিকার জানিয়েছিলেন, শুক্রবার সংসদের অধিবেশন হতে পারে। তবে এদিন স্পিকারের তরফে জানানো হয়েছে, শুক্রবার কোনও অধিবেশন ডাকা হবে না। আজ রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে ইস্তফা দিলে আগামী তিনদিনের মধ্যেই অধিবেশনের দিন ঘোষণা করা হবে।

  • 14 Jul 2022 03:19 PM (IST)

    বাড়ল কার্ফুর মেয়াদ

    সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভোর ৫ টা পর্যন্ত শ্রীলঙ্কায় কার্ফু জারি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কার্ফু জারি করা হয়েছিল।

  • 14 Jul 2022 03:16 PM (IST)

    ‘ভাঙচুর থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে সেনাবাহিনী’

    বৃহস্পতিবার শ্রীলঙ্কার সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, শ্রীলঙ্কার সেনারা কোনও সম্পত্তি ও জীবনের ক্ষতি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে। আর আজ সকালেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘের নির্দেশের উল্টো দিকে হেঁটে বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগ করতে অস্বীকার করা হয়েছিল সেনার তরফে। সেনার তরফে জানানো হয়েছিল, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো যাবে না।

  • 14 Jul 2022 01:51 PM (IST)

    কলম্বোয় মোতায়েন রয়েছে মিলিটারি ট্যাঙ্ক

    বিক্ষোভে ফুঁসছে দ্বীপরাষ্ট্র। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে কলম্বোর রাস্তায় মোতায়েন রয়েছে মিলিটারি ট্যাঙ্ক

  • 14 Jul 2022 01:43 PM (IST)

    সরকারি ভবন ছাড়বেন বিক্ষোভকারীরা

    সরকার বিরোধী বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রীর অফিস ও রাষ্ট্রপতির বাসভবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

  • 14 Jul 2022 12:55 PM (IST)

    মলদ্বীপ ছাড়লেন গোতাবায়া

    সিঙ্গাপুরের উদ্দেশে মলদ্বীপ ছাড়লেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। সংবাদ সংস্থা এপি সূত্রে জানা গিয়েছে, সেখান থেকে তিনি সৌদি আরব যেতে পারেন।

  • 14 Jul 2022 12:05 PM (IST)

    আজই সিঙ্গাপুর পালাবেন গোতাবায়া?

    দেশ ছেড়েছেন আগেই, এবার গোপন ডেরা ছাড়তেও মরিয়া গোতাবায়া রাজেপক্ষে। দেশের চরম আর্থিক সঙ্কটের সময়েই বিক্ষোভের মুখে পড়ে রাতের অন্ধকারে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বর্তমানে তিনি মলদ্বীপে রয়েছেন। তবে সেখানেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়তেই ফের অন্য দেশে ঠাঁই নেওয়ার চেষ্টা করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সূত্রের খবর, গোতাবায়া রাজাপক্ষে মলদ্বীপ থেকে সিঙ্গাপুরে যেতে পারেন। ইতিমধ্যেই তিনি মলদ্বীপ সরকারের কাছে একটি প্রাইভেট বিমানের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজই তিনি সিঙ্গাপুরে যেতে পারেন।

    বিস্তারিত পড়ুন: Sri Lanka Crisis: ‘ব্যর্থ’ লঙ্কাবাসীর চোখে ধুলো দেওয়ার প্রচেষ্টা, ‘পিঠ বাঁচাতে’ আজই কি সিঙ্গাপুরে পালাবেন গোতাবায়া?

  • 14 Jul 2022 12:03 PM (IST)

    পলাতক রাষ্ট্রপতিকে আশ্রয় দেওয়ায় বিক্ষোভ মলদ্বীপেও

    শ্রীলঙ্কার বিক্ষোভের আঁচ এবার মলদ্বীপেও পৌঁছল। পলাতক রাষ্ট্রপতিকে আশ্রয় দেওয়ার জন্য় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল মলদ্বীপের ন্যাশনাল পার্টি। কেন শ্রীলঙ্কা থেকে পালিয়ে আসা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে মলদ্বীপে ঠাঁই দেওয়া হল, তা নিয়ে সরকারের কাছ থেকে ব্যাখ্যা জানতে চাইবেন বলেও জানিয়েছেন এমএনপি নেতারা। বুধবারই মলদ্বীপের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা মলদ্বীপ ন্যাশনাল পার্টির নেতা দুন্যা মামুন জানান, গোতাবায়া রাজাপক্ষেকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের কারণে সরকারের উপরে তিনি অত্যন্ত অসন্তুষ্ট। শ্রীলঙ্কার মানুষদের অনুভূতির তোয়াক্কা করেনি মলদ্বীপ সরকার, এমনটাই অভিযোগ তাঁর।

    বিস্তারিত পড়ুন: Sri Lanka Crisis: শান্তি নেই মলদ্বীপেও, আত্মগোপন করতে গিয়ে গোতাবায়াই ছড়িয়ে দিলেন বিক্ষোভের আঁচ

  • 14 Jul 2022 12:02 PM (IST)

    গোতাবায়াকে সিঙ্গাপুরে নিয়ে যেতে মলদ্বীপে প্রাইভেট জেট

    শ্রীলঙ্কার এক স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলিমিরর জানিয়েছে, মলদ্বীপে প্রাইভেট জেট এসে পৌঁছেছে। এই প্রাইভেট জেটে করেই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন।

  • 14 Jul 2022 12:01 PM (IST)

    রনিলকে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েই কি আগুন উসকে দিলেন গোতাবায়া?

    রাষ্ট্রপতির একটা সিদ্ধান্ত, আর তাতেই গোটা দেশে জ্বলল আগুন। মঙ্গলবারই আর্থিক সঙ্কটে ডুবে থাকা শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তারপর থেকেই ফের একবার দেশে শুরু হয়েছে বিক্ষোভ-প্রতিবাদ। পরিস্থিতি সামাল দিতে স্পিকারের নির্দেশে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘেকে সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করা হয়। কিন্তু এতেও নারাজ সাধারণ মানুষ। তাদের দাবি, রাষ্ট্রপতি তো দূরের কথা, প্রধানমন্ত্রী হিসাবেও চান না রনিলকে। তবে বুধবার রাতে একটি গেজ়েট জারি করে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘেকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিলেন পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তিনি ইস্তফা দিয়েছেন কি না, সে বিষয়ে এখনও জানা যায়নি।

    বিস্তারিত পড়ুন: Sri Lanka Crisis: ফুঁসছে লঙ্কাবাসী, রনিলকে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েই কি আগুন উসকে দিলেন গোতাবায়া?

  • 14 Jul 2022 11:57 AM (IST)

    প্রধানমন্ত্রীর দফতরেই বিক্ষোভকারীরা

    গতকাল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরের দখল নেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবারও তাঁরা প্রধানমন্ত্রীর দফতরেই রয়েছেন।

  • 13 Jul 2022 10:35 PM (IST)

    রনিলকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ করলেন গোতাবায়া

    একটি বিজ্ঞপ্তি জারি করে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘেকে ১৩ জুলাই থেকে রাষ্ট্রপতির ক্ষমতার প্রয়োগ করার অনুমোদন দিলেন পলাতক রাষ্ট্রপতি গোতাবায়া রাজপক্ষে।

  • 13 Jul 2022 10:32 PM (IST)

    ঘেরাও স্পিকারের বাসভবন

    বিক্ষোভের হাত থেকে রক্ষা পেলেন না শ্রীলঙ্কান সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনাও। সংসদের এক কিলোমিটারের মধ্যেই অবস্থিত তাঁর বাসভবন। সেটিও ঘেরাও করল বিক্ষোভকারীরা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী সেখনেও কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়েছে।

  • 13 Jul 2022 10:29 PM (IST)

    দেশব্যাপী কারফিউ

    শ্রীলঙ্কায় সংসদ ভবন ঘিরে ফেলেছে বিক্ষোভকারীরা। এরপরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত দেশব্যাপী কারফিউ ঘোষণা করলেন।

  • 13 Jul 2022 08:53 PM (IST)

    সংসদের বাইরে ভাঙল ব্যারিকেড

    শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিদেবন অনুসারে, সংসদ ভবনের বাইরে জড়ো হয়েছেন শয়ে শয়ে বিক্ষোভকারী। কাদের আটকাতে বেশ কয়েকটি স্তরের ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে, বিক্ষোভকারীরা প্রথম স্তরের ব্যারিকেড ভেঙে ফেলেছেন। জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে নিরাপত্তা বাহিনী।

  • 13 Jul 2022 08:50 PM (IST)

    নিহত বিক্ষোভকারী!

    বুধবার ফ্লাওয়ার রোডে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তথা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘের কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছিল। এক ২৬ বছর বয়সী যুবক আহত হন। পরে হাসপাতালে শ্বাসকষ্টের কারণে তাঁর মৃৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

  • 13 Jul 2022 08:48 PM (IST)

    নতুন প্রধানমন্ত্রী মনোনীত করার নির্দেশ

    সিংহলি সংসদের স্পিকারকে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করতে বললেন, শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তথা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে। বুধবার তাঁর প্রচার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনাকে এমন একজন প্রধানমন্ত্রী মনোনীত করার নির্দেশ দেওয়া হয়েছে, যিনি সরকার ও বিরোধী পক্ষ – উভয়ের কাছেই গ্রহণযোগ্য হবেন।

  • 13 Jul 2022 08:38 PM (IST)

    রনিলের পদত্যাগ চাইল সব দল

    স্পিকারের ডাকা জরুরী সর্বদলীয় বৈঠকে, শ্রীলঙ্কার সবকটি রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগ দাবি করলেন। তাঁর পরিবর্তে সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে বলেছেন তাঁরা।

  • 13 Jul 2022 06:27 PM (IST)

    সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিতে পারেন গোতাবায়া

    গতকাল মলদ্বীপে পালিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। এদিকে শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, তিনি আজই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিতে পারেন।  

     

  • 13 Jul 2022 06:20 PM (IST)

    মলদ্বীপে বিক্ষোভ শ্রীলঙ্কানদের

    মলদ্বীপে বসবাসকারী শ্রীলঙ্কার নাগরিকরা রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা দাবি জানিয়েছেন, গোতাবায়াকে শ্রীলঙ্কায় ফেরত পাঠানো হোক।

  • 13 Jul 2022 04:48 PM (IST)

    রাষ্ট্রপতির বাসভবনের পর দখল প্রধানমন্ত্রীর দফতর

    শনিবার বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাসভবনের দখল নেন। আর বুধবার প্রধানমন্ত্রীর দফতরের দখল নেন বিক্ষোভকারীরা। ভিডিয়োতে দেখা গিয়েছে বিক্ষোভকারীরা কলম্বোয় প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন। দেখুন সেই ভিডিয়ো।

  • 13 Jul 2022 03:02 PM (IST)

    আজই ইস্তফা রাষ্ট্রপতি গোতাবায়ার

    আজই ইস্তফা দিচ্ছেন পলাতক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সংসদের স্পিকার জানিয়েছেন,রাষ্ট্রপতি তাঁকে বলেছেন তিনি আজই তাঁর পদত্যাগপত্র জমা দেবেন। আর নয়া রাষ্ট্রপতি নির্বাচিত হবে ২০ জুলাই।

  • 13 Jul 2022 02:36 PM (IST)

    দু’দিনের জন্য মার্কিন দূতাবাসের কাজ বাতিল

    বিক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে বুধবার কলম্বোয় মার্কিন দূতাবাসের যেকোনও পরিষেবা বন্ধ রাখা হল। আগামিকালও দূতাবাসের পরিষেবা বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

  • 13 Jul 2022 02:23 PM (IST)

    জাতীয় টিভি চ্যানেলের দখল বিক্ষোভকারীদের

    শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ মাধ্যম অনুযায়ী, সেদেশের এক জাতীয় টিভি চ্যানেলের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার টিভি চ্যানেল রূপবাহিনী কর্পোরেশনের টেলিকাস্ট বন্ধ হয়ে গিয়েছে সে কারণে।

  • 13 Jul 2022 02:11 PM (IST)

    বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস পুলিশের

    রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালাতেই বিক্ষোভে ফুঁসছে দ্বীপরাষ্ট্র। বিক্ষুব্ধ জনতারা প্রধানমন্ত্রীর বাসভবনের দেওয়াল টপকে ঢোকার চেষ্টা করেন। বিক্ষুব্ধ জনতাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়তে দেখা গিয়েছে পুলিশ নিরাপত্তারক্ষীদের।

  • 13 Jul 2022 01:29 PM (IST)

    বিক্ষোভকারীদের গ্রেফতার করার নির্দেশ প্রধানমন্ত্রীর

    বিক্ষোভকারীরা যাঁরা দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে তাঁদের গ্রেফতার করতে হবে। নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে।

  • 13 Jul 2022 01:24 PM (IST)

    গোতাবায়াকে পালাতে সাহায্য করেনি ভারত

    প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা না দিয়েই শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে গিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। এই খবর চাউর হতেই দেশজুড়ে ফের একবার জ্বলে উঠেছে অশান্তির আগুন। প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। তাদের থামাতে কাঁদানে গ্যাস, জল কামানও ব্যবহার করছে পুলিশ-সেনাবাহিনী। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই গুজব রটেছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছে প্রতিবেশী দেশ ভারত। এই জল্পনা নিয়ে এবার মুখ খুলল ভারত সরকার। শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হল, এই অভিযোগ সম্পূর্ণরূপে গুজব ও ভিত্তিহীন।

    বিস্তারিত পড়ুন: India’s Reply to Sri Lanka Crisis: গোতাবায়াকে দেশ ছাড়তে সাহায্য করেনি ভারত, ‘ভিত্তিহীন গুজব’ ওড়াল হাই কমিশন

  • 13 Jul 2022 01:23 PM (IST)

    কাউকে দায়িত্ব না দিয়েই পালালেন রাজাপক্ষে

    এ দিন সকালেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিছুক্ষণ পরই এই খবর নিশ্চিত করা হয় স্পিকারের অফিসের তরফেও। প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দেশ ছাড়ার আগে কাউকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে যাননি গোতাবায়া রাজাপক্ষে।  আজ, বুধবার তাঁর ইস্তফা দেওয়ার কথা থাকলেও তিনি এখনও অবধি ইস্তফাও দেননি। মলদ্বীপে তিনি কতদিন থাকবেন বা আদৌই ফিরবেন কি না, সে সম্পর্কেও কিছু জানা নেই। এরফলে কার্যত অভিভাবক-হীন হয়ে পড়েছে শ্রীলঙ্কা।

    বিস্তারিত পড়ুন: Sri Lanka Crisis: দেশ ছাড়লেন, তবুও পদ ছাড়লেন না! গোতাবায়া পালানোয় ‘ল্যাজেগোবরে’ শ্রীলঙ্কা

  • 13 Jul 2022 01:21 PM (IST)

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদে প্রধানমন্ত্রী

    দেশ ছেড়ে পালিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। তারপর দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রনিল বিক্রমাসিঙ্ঘে।

  • 13 Jul 2022 01:21 PM (IST)

    জরুরি অবস্থা ঘোষণা শ্রীলঙ্কায়, বিক্ষোভে উত্তাল দ্বীপরাষ্ট্র

    বুধবার ইস্তফা দেওয়ার কথা ছিল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের। কিন্তু ইস্তফা দেওয়ার আগে গতরাতেই স্ত্রী সমেত তিনি মলদ্বীপে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে বিক্ষোভে উত্তাল দ্বীপরাষ্ট্র। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরের তরফে জরুরি পরিস্থিতির ঘোষণা করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন : Sir Lanka Crisis : জরুরি অবস্থা ঘোষণা শ্রীলঙ্কায়, বিক্ষোভে উত্তাল দ্বীপরাষ্ট্র

  • 13 Jul 2022 01:19 PM (IST)

    মলদ্বীপ নয়, দুবাই পালাতে চেয়েছিলেন গোতাবায়া

    প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালাতেই সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, প্রেসিডেন্ট রাজাপক্ষে মলদ্বীপে নয়, ভারত বা দুবাইয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু বিশেষ কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। মলদ্বীপ নয়, গা ঢাকা দেওয়ার জন্য তাঁর প্রথম পছন্দ ছিল দুবাই। চলতি সপ্তাহের সোমবারই বাণিজ্যিক বিমানে করে তিনি দুবাইয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু শ্রীলঙ্কার আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায়, সমস্ত যাত্রীকে সাধারণ চেক-ইন কাউন্টারের মাধ্যমেই বিমানবন্দরে প্রবেশ করতে হবে বলে জানানো হয়। গোটা দেশই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে, এই পরিস্থিতিতে জনগণের সামনে এলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এই আশঙ্কাতেই বিমানবন্দরে যাননি গোতাবায়া ও তাঁর পরিবার। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার দুবাই যাওয়ার মোট চারটি ফ্লাইট হাতছাড়া করেছেন প্রেসিডেন্ট রাজাপক্ষে।

  • 13 Jul 2022 01:16 PM (IST)

    দেশ ছেড়ে পালালেন রাষ্ট্রপতি

    দেশের টালমাটাল পরিস্থিতি। দেশবাসীর বিক্ষোভর মুখে পড়েই বলেছিলেন, প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেবেন। সেই প্রতিশ্রুতি পালন করার জন্যও অপেক্ষা করলেন না, তার আগেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আজ বুধবারই তাঁর প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার ছিল। গতকালই তিনি পরিবারের সদস্যদের সুরক্ষিত জায়গায় স্থানান্তর করার শর্তও রেখেছিলেন। তার কিছুক্ষণের মধ্যেই খবর পাওয়া গেল, ইস্তফা না দিয়েই চুপিচুপি দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া। বর্তমানে তিনি মলদ্বীপে আশ্রয় নিয়েছেন বলেই সূত্রের খবর।

    বিস্তারিত পড়ুন: Gotabaya Rajapaksa: কথা ছিল ইস্তফা দেওয়ার! দেশবাসীকে ‘ঘোল খাইয়ে’ পগারপার প্রেসিডেন্ট গোতাবায়া

Published On - Jul 13,2022 1:11 PM

Follow Us: