AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldives Elections 2024: মলদ্বীপের ভোটের জন্য ব্যালট বাক্স রাখা থাকবে ভারতের এই শহরে

Maldives Elections 2024: ২১ এপ্রিল মলদ্বীপের সংসদ নির্বাচন। তার আগে নাগরিকদের নিজ নিজ ভোটকেন্দ্র স্থানান্তরের জন্য আবেদন করতে ছয় দিন সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শনিবার শেষ হয়েছে। রবিবার, মলদ্বীপের নির্বাচন কমিশন জানিয়েছে, ১১,১৬৯ জন মলদ্বীপবাসী তাদের ভোটকেন্দ্র স্থানান্তরের আবেদন করেছেন।

Maldives Elections 2024: মলদ্বীপের ভোটের জন্য ব্যালট বাক্স রাখা থাকবে ভারতের এই শহরে
তাড়িয়েও এড়াতে পারলেন না মুইজ্জুImage Credit: TV9 Bangla
| Updated on: Mar 17, 2024 | 11:28 PM
Share

মালে: মলদ্বীপের রাষ্ট্রপতি যতই ভারতের সঙ্গে যোগাযোগ ছেঁটে ফেলার চেষ্টা করুন না কেন, ভারতকে পুরোপুরি এড়িয়ে যাওয়া দ্বীপরাষ্ট্রটির পক্ষে সম্ভব নয়। দুই দেশের মানুষে মানুষে, সংস্কৃতিতে যোগাযোগ তো সেই ঐতিহাসিক সময় থেকে। তা কি আর ‘ইন্ডিয়া আউট’ বললেই মুছে যায়? তাই মলদ্বীপের নির্বাচনে ব্যালট বাক্স রাখা হচ্ছে ভারতেও। চলতি বছরে, ভারতের মতো মলদ্বীপেও সংসদ নির্বাচন। রবিবার (১৭ মার্চ), দ্বীপরাষ্ট্রটির নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচনের জন্য মলদ্বীপের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও ব্যালট বাক্স রাখা হবে।

২১ এপ্রিল মলদ্বীপের সংসদ নির্বাচন। তার আগে নাগরিকদের নিজ নিজ ভোটকেন্দ্র স্থানান্তরের জন্য আবেদন করতে ছয় দিন সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শনিবার শেষ হয়েছে। রবিবার, মলদ্বীপের নির্বাচন কমিশন জানিয়েছে, ১১,১৬৯ জন মলদ্বীপবাসী তাদের ভোটকেন্দ্র স্থানান্তরের আবেদন করেছেন। এর মধ্যে ১,১৪১টি ফর্ম বাতিল করা হয়েছে। ফলে পুনর্নিবন্ধন হয়েছে ১০,০২৮ জনের। নির্বাচনের জন্য ব্যালট বাক্স দেশের পাশাপাশি আরও তিনদেশে রাখা হবে। ভারতে থাকবে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে, শ্রীলঙ্কায় থাকবে কলম্বোয় এবং মালয়েশিয়ায় কুয়ালালামপুরে। মলদ্বীপের নির্বাচন কমিশনের মহাসচিব হাসান জাকারিয়া বলেছেন, “এই তিন জায়গা থেকেই কমপক্ষে ১৫০ জন করে মলদ্বীপের নাগরিক, ভোট দেওয়ার জন্য নাম পুনর্নিবন্ধন করেছেন। তাই আমরা সেখানে একটি করে ব্যালট বাক্স বসানোর সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগেও ভারত, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া থেকে মলদ্বীপের বহু নাগরিক ভোট দেওয়ায় জন্য নাম নিবন্ধন করেছেন। এর আগেও মলদ্বীপের নির্বাচনের জন্য ভারতে ব্যালট বাক্স রাখা হয়েছে। তবে, এর আগে এই তালিকায় ছিল ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি ও থাইল্যান্ডের নামও। কিন্তু, জাকারিয়া জানিয়েছেন, এই তিন দেশ থেকে এবার পুনঃনিবন্ধনকারীর সংখ্যা বেশ কম। তাই এই দেশগুলিতে এবার ব্যালটবাক্স রাখবে না মলদ্বীপ। আর, সেই দেশের বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর পছন্দের দেশ চিনে এর আগেও ব্যালটবাক্স রাখেনি মলদ্বীপ। এবারেও, সেই পরিস্থিতি নেই।

বস্তুত, রবিবার মলদ্বীপে সংসদীয় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, রমজান মাসে নির্বাচন এড়াতে মলদ্বীপ সরকার একটি আইনের সংশোধনী আনে। ফলে, নির্বাচনের কিছুটা পিছিয়ে গিয়েছে। মলদ্বীপের সংসদে ৯৩টি আসন রয়েছে। মোট ৩৮৯ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী রয়েছে ভারতপন্থী দল, মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টির। ৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা। এরপর রয়েছে মলদ্বীপ প্রগ্রেসিভ পার্টি এবং পিপলস ন্যাশনাল কংগ্রেস জোটের ৮৯ জন প্রার্থী। প্রেসিডেন্ট মুইজ্জু পিপলস ন্যাশনাল কংগ্রেসের। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ভারত-বিরোধী অবস্থান নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। এবার সংসদীয় নির্বাচনে তাঁর দল কী করে, সেটাই দেখার।