ঔদ্ধত্যের চরমে! ভারতের জাতীয় পতাকাকে অপমান মলদ্বীপের মন্ত্রীর, বিতর্কের মুখে পড়ে চাইলেন ক্ষমা

India-Maldives Relation: সামনেই মলদ্বীপের নির্বাচন। সেই নির্বাচনে বিরোধী দলকে আক্রমণ করতেই পোস্ট করেছিলেন মলদ্বীপের বরখাস্ত হওয়া মন্ত্রী। বর্তমানে ওই পোস্টটি ডিলিট করে দিলেও, জানা গিয়েছে, ওই বরখাস্ত হওয়া মন্ত্রী বিরোধী দলের ক্য়াম্পেন পোস্টারের ছবি পোস্ট করেছিলেন। সেখানে ওই দলের লোগোর বদলে অশোক চক্র দেখা যায়। ওই ছবি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। 

ঔদ্ধত্যের চরমে! ভারতের জাতীয় পতাকাকে অপমান মলদ্বীপের মন্ত্রীর, বিতর্কের মুখে পড়ে চাইলেন ক্ষমা
মলদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বরখাস্ত হওয়া মন্ত্রী।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Apr 08, 2024 | 12:51 PM

মালে: আবার বিতর্কে মলদ্বীপ (Maldives)। ভারতের জাতীয় পতাকার অবমাননা করলেন মলদ্বীপের এক সাসপেন্ড হওয়া মন্ত্রী। তাঁর পোস্ট ঘিরে বিতর্ক শুরু হতেই বাধ্য হলেন ক্ষমা চাইতে। জানা গিয়েছে, মলদ্বীপের সাসপেন্ড হওয়া মন্ত্রী মারিয়াম শিউনা বিরোধী দলকে আক্রমণ করেতে একটি পোস্ট করেছিলেন, তাতে ওই দলের প্রতীকের উপরে একটি অংশ বিকৃত করে অশোক চক্র (Ashoka Chakra) দেখা যায়। এই নিয়ে বিতর্ক শুরু হতেই আজ ক্ষমা চাইতে বাধ্য হলেন ওই মন্ত্রী।

সামনেই মলদ্বীপের নির্বাচন। সেই নির্বাচনে বিরোধী দলকে আক্রমণ করতেই পোস্ট করেছিলেন মলদ্বীপের বরখাস্ত হওয়া মন্ত্রী। বর্তমানে ওই পোস্টটি ডিলিট করে দিলেও, জানা গিয়েছে, ওই বরখাস্ত হওয়া মন্ত্রী বিরোধী দলের ক্য়াম্পেন পোস্টারের ছবি পোস্ট করেছিলেন। সেখানে ওই দলের লোগোর বদলে অশোক চক্র দেখা যায়। ওই ছবি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়।

বিতর্ক-সমালোচনার মুখে পড়তেই মলদ্বীপের সাসপেন্ড হওয়া মন্ত্রী মারিয়াম ছবিটি ডিলিট করে দেন। নতুন একটি পোস্ট করে লেখেন, “সম্প্রতি আমার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বলতে চাই, যা বহু মানুষের নজর কেড়েছে এবং তা নিয়ে সমালোচনাও হয়েছে। যদি আমার পোস্টে কোনও ভুল-ভ্রান্তি তৈরি হয়, তবে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।”

তিনি আরও লেখেন, “আমি জানতে পেরেছি যে মলদ্বীপের বিরোধী দল এমডিপি-র প্রতীকের সঙ্গে ভারতের জাতীয় পতাকার মিল রয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এটি সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ভুল। যদি কোনও ভুল বোঝাবুঝি তৈরি হয়, তার জন্য ক্ষমা চাইছি। মলদ্বীপ ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সম্মান করে। ভবিষ্যতে আমি কোনও কনটেন্ট শেয়ার করার আগে সতর্ক থাকব।”

এই সেই বিতর্কিত পোস্ট। পাশে দলের আসল প্রতীক।

প্রসঙ্গত, মারিয়াম মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর পার্টিরই সদস্য। মলদ্বীপ-ভারতের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের শুরুতেও বিতর্কে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন মারিয়াম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন, ঠিক তার পরই প্রধানমন্ত্রী মোদী ও ভারতকে নিয়ে অবমাননাকর পোস্ট করেন মলদ্বীপের কয়েকজন নেতা-মন্ত্রীরা। তার মধ্যে একজন ছিলেন মারিয়ামও।

এদিকে, সম্প্রতি আর্থিক অনটনের মুখে পড়তেই সুর নরম করেছে মলদ্বীপ। ভারতের কাছে জল থেকে শুরু করে অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছে মলদ্বীপ। ভারত সেই অনুরোধ রেখেওছে।