India-China: বড় গুগলি খেলে দিল ভারত, সামলাতে গিয়ে নাকানি চোবানি চিনের

S Jaishankar: ফিলিপাইন সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ও ফিলিপাইন প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ চিন সাগরে বর্তমানে চিন ও ফিলিপাইনের মধ্যে উদ্ভূত পরিস্থিতির বিষয়ও উঠে আসে আলোচনায়। সরাসরি কারও নাম না করলেও, দুই দেশের বিদেশমন্ত্রীর যৌথ সাংবাদিক বৈঠকের সময়, আকারে ইঙ্গিতে চিনকে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্যও সংযত করেছেন জয়শঙ্কর।

India-China: বড় গুগলি খেলে দিল ভারত, সামলাতে গিয়ে নাকানি চোবানি চিনের
ভারত - চিন (প্রতীকী ছবি)Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Mar 27, 2024 | 7:00 AM

ম্যানিলা: চিন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনার আবহেই এবার ফিলিপাইনের সার্বভৌমত্বের পক্ষে জোরদার সওয়াল ভারতের। ফিলিপাইন সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ও ফিলিপাইন প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ চিন সাগরে বর্তমানে চিন ও ফিলিপাইনের মধ্যে উদ্ভূত পরিস্থিতির বিষয়ও উঠে আসে আলোচনায়। সরাসরি কারও নাম না করলেও, দুই দেশের বিদেশমন্ত্রীর যৌথ সাংবাদিক বৈঠকের সময়, আকারে ইঙ্গিতে চিনকে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্যও সংযত করেছেন জয়শঙ্কর। ফিলিপাইন সফরকালে সে দেশের প্রেসিডেন্ট বংবং মার্কোসের সঙ্গেও কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর বার্তা তিনি পৌঁছে দেন মার্কোসের কাছে।

উল্লেখ্য, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন ফিলিপাইন সফরে রয়েছেন, সেই সময়েই কাকতালীয়ভাবে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘সমুদ্র পাহারাদার’ও ম্যানিলায় পৌঁছেছে। সেই জাহাজও এদিন পরিদর্শন করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এক্স হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেছেন তিনি। জয়শঙ্করের ফিলিপাইন সফরকালে কোস্ট গার্ডের জাহাজ ফিলিপাইনে পৌঁছানো দুই দেশের সম্পর্কের বন্ধনকেই তুলে ধরে বলে মনে করছে কূটনৈতিক মহল।

চিন ও ফিলিপাইনের মধ্যে কী নিয়ে বিরোধ? দক্ষিণ চিন সাগরে চিন ও ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আর সেটা নিয়ে এক চাপা উত্তেজনার আবহ তৈরি হয়ে রয়েছে বহুদিন ধরে। ফিলিপাইনের দাবি পশ্চিম ফিলিপাইন সাগরের অংশটি তাদের। কিন্তু ওদিকে চিন আবার দক্ষিণ চিন সাগরের অন্যান্য অঞ্চলের মতো এই এলাকাটিকেও নিজেদের বলেই দাবি করে। দক্ষিণ চিন সাগরের আয়ুঙ্গিন শোল দ্বীপটিকে চিন সেকেন্ড থমাস শোল দ্বীপ বলে দাবি করে। অথচ, ভৌগোলিক দিক থেকে দক্ষিণ চিন সাগরের এই দ্বীপটি ফিলিপাইন উপকূলীয় এলাকা থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু চিনের উপকূল থেকে এই দ্বীপের দূরত্ব ১০০০ কিলোমিটারেরও বেশি।