Mummies: মমির মুখে সোনার জিভ, মিশরে খোঁজ গবেষকদের

সোনার জিভের পাশাপাশি গবেষকরা কাঠের কফিন, তামার পেরেক পেয়েছেন। এছাড়াও সোনা দিয়ে তৈরি ফুল, পাত্র পেয়েছেন গবেষকরা।

Mummies: মমির মুখে সোনার জিভ, মিশরে খোঁজ গবেষকদের
সোনার জিভ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2022 | 6:30 AM

মিশরে সম্প্রতি বেশ কয়েকটি মমি উদ্ধার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। কুয়েন্সা আর্কিওলজিক্যাল সিমেট্রি থেকে উদ্ধার হয়েছে এই সব মমি। মিশরের কুয়েন্সা এলাকায় প্রচুর সমাধি পাওয়া গিয়েছিল। সেই সমাধির খনন কার্যের সময়ই উদ্ধার হয়েছে মমিগুলি। ওই মমির মধ্যেই সোনার জিভের খোঁজ পেয়েছেন গবেষকরা। মিশরের আর্কিওলজিক্যাল মিশন অব সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিস এই উদ্ধারকাজ করেছে। কুয়েন্সা আর্কিওলজিক্যাল সিমেট্রির অংশ এই সংস্থা সেই সমাধি থেকে একাধিক মমি পাওয়া গিয়েছে।

সু্প্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিসের সেক্রেটারি জেনারেল মুস্তাফা ওয়াজিরি জানিয়েছেন, ওই সমাধিতে একাধিক ভল্ট রয়েছে। সেই ভল্চের এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট উত্তর এবং দক্ষিণ দিক বরাবর। ওই সমাধিতে তিনটি ভল্ট ছিল। খননকার্যের সময় সেখান থেকে সোনার টুকরো পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। যা দেখতে মানুষের জিভের মতো। একাধিক মমির মুখের ভিতরে সোনার জিভ ছিল বলে জানিয়েছেন তিনি। তবে মমিগুলির অবস্থা খুব একটা ভাল নয় বলে জানিয়েছেন তিনি। কিন্তু তবুও সোনার জিভ এবং কঙ্কালের জড়ানো সোনার তার নষ্ট হয়নি।

সোনার জিভের পাশাপাশি গবেষকরা কাঠের কফিন, তামার পেরেক পেয়েছেন। এছাড়াও সোনা দিয়ে তৈরি ফুল, পাত্র পেয়েছেন গবেষকরা। জানা গবেষকরা মনে করেছেন এই মমি খুবই প্রাচীন সময়ের। প্রাচীন মিশর সভ্যতার সমসাময়িক এ গুলি। ওই মমি গুলি যেখানে পাওয়া গিয়েছে সেই এলাকায় আরও খনন কার্য চালানো হচ্ছে। এই ধরনের আর কিছু পাওয়া যায় কি না তা খতিয়ে দেখছেন গবেষকরা।