ব্রিটেনের পর ইতালি, ধরা পড়ল নতুন অভিযোজিত করোনাভাইরাস!
ইতালিতে এক ব্যক্তির শরীরে অভিযোজিত করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের কথা নিশ্চিত করেছে ইতালির স্বাস্থ্যমন্ত্রক।
রোম: অভিযোজিত করোনাভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত ব্রিটেন। এবার ব্রিটেনের বাইরেও হদিশ মিলল নতুন ‘স্ট্রেন’-এর করোনাভাইরাসের। ইতালিতে (Italy) এক ব্যক্তির শরীরে অভিযোজিত করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের কথা নিশ্চিত করেছে ইতালির স্বাস্থ্যমন্ত্রক।
যে ব্যক্তির শরীরে অভিযোজিত করোনাভাইরাস ধরা পড়েছে, তিনি কয়েক দিন আগেই ব্রিটেন থেকে ইতালিতে ফিরেছেন। ওই ব্যক্তির সঙ্গে আরও একজন ব্রিটেন থেকে ইতালিতে ফিরেছিলেন। তাঁরা দু’জনই এখন আইসোলেশনে রয়েছেন। ইতিমধ্যেই একাধিক দেশ ব্রিটেন থেকে বিমানের আনাগোনা বন্ধ করার পথে হেঁটেছে। বেলজিয়াম, নেদারল্যান্ড-সহ একাধিক দেশ ব্রিটেন থেকে আগত বিমানের অবতরণ নিষিদ্ধ করেছে।
রবিবারই কড়া লকডাউন কায়েম করেছে ব্রিটেন। স্বাস্থ্যমন্ত্রী মেট হ্যানক জানিয়েছেন, সে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুসান হপকিন্স জানিয়েছেন, নতুন এই অভিযোজিত করোনাভাইরাস ৭০ শতাংশ দ্রুত সংক্রমিত হচ্ছে। ব্রিটেনের নতুন করোনাভাইরাস সংক্রমণের জেরে তড়িঘড়ি বৈঠকে বসছে হর্ষ বর্ধনের স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন: নতুন রূপে করোনা সংক্রমণ, ‘হাতের বাইরে চলে গিয়েছে লন্ডন’! জানাল স্বাস্থ্যমন্ত্রক
প্রসঙ্গত, সারা বিশ্বে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৭ কোটি ৭২ লক্ষ ছাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে চলছে ফাইজ়ারের টিকাকরণ। দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, জানুয়ারি থেকেই দেশে শুরু হতে পারে করোনা টিকাকরণ। তিনটি করোনা প্রতিষেধক এপর্যন্ত দেশে অনুমোদনের জন্য আবেদন করেছে। ফাইজ়ার, সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের করোনা টিকা এখন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার বিবেচনাধীন।