শীতে আছড়ে পড়তে পারে নতুন ভ্যারিয়েন্ট, আশঙ্কা ফরাসি বিশেষজ্ঞের

ফ্রান্সের বিজ্ঞান পরিসদের জঁ ফাঙ্কো দেলফ্রাইসি (Jean-Francois Delfraissy) মন্তব্য করেছেন, এবারের শীতেই ব্যাপক ভাবে আছড়ে পড়বে নতুন প্রজাতি। এ ব্যাপারে সকলকে সতর্ক করেছেন তিনি।

শীতে আছড়ে পড়তে পারে নতুন ভ্যারিয়েন্ট, আশঙ্কা ফরাসি বিশেষজ্ঞের
ছবি- টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 12:07 AM

প্যারিস: করোনার দাপটে বিপর্যস্ত ফ্রান্স। গত কয়েক মাসে ডেল্টা প্রজাতির বাড়বাড়ন্ত। ফরাসি বিশেষজ্ঞের মতে, আসছে শীতে মারণ ভাইরাসের নতুন প্রজাতি আছড়ে পড়তে পারে। খবর ছড়িয়ে পড়তেই চিন্তায় রয়েছে বহু মানুষ।

ফ্রান্সের বিজ্ঞান পরিসদের জঁ ফাঙ্কো দেলফ্রাইসি মন্তব্য করেছেন, এবারের শীতেই ব্যাপক ভাবে আছড়ে পড়বে নতুন প্রজাতি। এ ব্যাপারে সকলকে সতর্ক করেছেন তিনি। আরও কঠিন পরিস্থিতি এলে তা ২০২৩ সাল পর্যন্ত বিপর্যস্ত করে রাখতে পারে ফরাসি দেশকে। এ ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

ফ্রান্সে এখন সরকারের নির্দেশিকা অনুযায়ী সিনেমা হল, মিউজিয়াম ইত্যাদিতে ঢুকতে হলে ভ্যাকসিনের সার্টিফিকেট বাধ্যতামূলক। ফ্রান্সে এবার আছড়ে পড়তে চলেছে করোনার চতুর্থ ঢেউ। সরকারি ভাবে জনগণকে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ফ্রান্সে ৫৬ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়ে ফেলেছেন। বাকিদেরও দ্রুতই ভ্যাকসিন নিতে বলা হয়েছে। মারণ ভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচাতে পারে ভ্যাকসিন। আরও পড়ুন: এবার থেকে সদ্যোজাতদের জন্যও আধার কার্ড বানানো যাবে