কুকুরের দেহে জন্ম, নয়া করোনাভাইরাসে শিশুদের ঝুঁকির রিপোর্ট

গবেষকরা জানিয়েছেন, ৩০১ জন নিউমোনিয়া আক্রান্তর ন্যাজাল সোয়াব সংগ্রহ করে পূর্ব মালেশিয়ার একটি হাসপাতালে এই গবেষণা হয়েছে।

কুকুরের দেহে জন্ম, নয়া করোনাভাইরাসে শিশুদের ঝুঁকির রিপোর্ট
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 22, 2021 | 2:12 PM

কুয়ালা লামপুর: কুকুরের দেহে জন্ম নিয়েছে নতুন ধরনের একটি করোনাভাইরাস (COVID 19)। এমনই দাবি গবেষণায়। ২০১৭-১৮ সালে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দেহে এই ভারইসের উপস্থিতির প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত গবেষণা ক্লিনিক্যাল ইনফেকসিয়াস ডিজিজ জার্নালে প্রকাশিত হয়েছে। যেখানে এই নয়া ভাইরাসকে প্রাণীদেহ থেকে মানুষের জন্য ঝুঁকি বলে বিবেচিত করা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, ৩০১ জন নিউমোনিয়া আক্রান্তর ন্যাজাল সোয়াব সংগ্রহ করে পূর্ব মালেশিয়ার একটি হাসপাতালে এই গবেষণা হয়েছে। যেখানে এই ক্যানাইন করোনাভাইরাসে ৫ বছরের কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার খোঁজ মিলেছে বলে দাবি গবেষকদের। জিনোম সিকোয়েন্স করে দেখা গিয়েছে, সিকভ-হুপিএন-২০১৮ এই স্ট্রেনের সঙ্গে কুকুর-বিড়ালে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মিল রয়েছে।

এই নয়া করোনাভাইরাসে যে ধরনের ডিলিশন মিউটেশন দেখা গিয়েছে। তা এর আগে দেখা যায়নি। করোনার উৎস নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এই গবেষকরা জানিয়েছেন, প্রাণী থেকেই মানব শরীরে করোনা এসেছে। যদিও এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন তাঁরা। করোনার প্রায় ৭টি প্রজাতি রয়েছে যা মানবদেহে রোগ সৃষ্টি করে। চারটি প্রজাতি সাধারণ জ্বর, সর্দি-কাশির জন্য দায়ী এবং অন্য তিনটি সার্স, মার্স ও কোভিড-১৯।

আরও পড়ুন: কেরলে বড় ব্যবধানে হেরেছে কংগ্রেস, কে হলেন বিরোধী দলনেতা?