North Korea: দক্ষিণ কোরিয়ার উপকূলের কাছেই উড়ে এল উত্তর কোরিয়ার মিসাইল, জবাব দিল সিওল

South Korea: দক্ষিণ কোরিয়ার সেনা সূত্রে জানা গিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালেস্টিক মিসাইল দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে আছড়ে পড়ে।

North Korea: দক্ষিণ কোরিয়ার উপকূলের কাছেই উড়ে এল উত্তর কোরিয়ার মিসাইল, জবাব দিল সিওল
উত্তর কোরিয়ার মিসাইল হামলা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2022 | 6:59 PM

সিওল: দক্ষিণ কোরিয়ার উপকূলের কাছেই আছড়ে পড়ল উত্তর কোরিয়ার ছোড়া ব্যালেস্টিক মিসাইল। বুধবারের এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কোরীয় উপদ্বীপ এলাকায়। এর প্রতিবাদে পাল্টা মিসাইল ছোড়ে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি এয়ার রেড ওয়ার্নিংও জারি করেছে তাঁরা। এর আগেও উত্তর কোরিয়ার ছোড়া মিসাইল দক্ষিণ কোরিয়া দ্বীপের গা ঘেষে বেরিয়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক অতীতে এতটা কাছে তা কখনও আছড়ে পড়েনি। ন্যাসি পেলোসির তাইওয়ান সফর এবং পরবর্তীকালে দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকার যৌথ সামরিক মহড়ার  সময় থেকেই একাধিক ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে কিম জম উনের দেশ। কিন্তু বুধবারের এই মিসাইল ঘিরে কোয়ীর উপদ্বীপের উত্তাপ বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনা সূত্রে জানা গিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালেস্টিক মিসাইল দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে আছড়ে পড়ে। যদিও তা জলসীমা অতিক্রম করেনি। নর্দান লিমিট লাইন (এনএলএল) জলসীমার দক্ষিণে আছড়ে পড়েছে সেটি। এই জলসীমা নিয়ে দুই কোরিয়ার মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এনএলএল-কে ‘এফেক্টিভ অ্যাক্ট অব টেরিটোরিয়াল এনক্রোচমেন্ট’ হিসাবে চিহ্নিত করেছিলেন।

উত্তর কোরিয়ার ওই ব্যালেস্টিক মিসাইলের জবাব দিয়েছে দক্ষিণ কোরিয়াও। ওই মিসাইল আছড়ে পড়তেই দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তিনটি এয়ার টু গ্রাউন্ড মিসাইল হামলা চালায়। এনএলএল বরাবই সেই হামলা চালানো হয়। দক্ষিণ কোরিয়ার সেনার তরফে জানানো হয়েছে, আমেরিকায় তৈরি নির্দিষ্ট লক্ষ্যে হামলা করতে সক্ষম অস্ত্র ছোড়া হয়েছে। এ গুলির পাল্লা ২৭০ কিলোমিটার বা ১৭০ মাইল। প্রায় ৩৬০ কেজি অস্ত্র নিয়ে উড়তে সক্ষম সেটি।

জানা গিয়েছে, উত্তর কোরিয়ার যে মিসাইল আছড়ে পড়েছে সে গুলি স্বল্প পাল্লার। উত্তর কোরিয়ার ওনসান উপকূল এলাকা থেকে সে গুলি ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ স্টাফ। তিনি জানিয়েছেন, প্রায় ১০ রকম মিসাইল উত্তর কোরিয়ার পূর্ব এবং পশ্চিম উপকূল থেকে ছোড়া হয়েছে।