Omicron Variant: ‘দ্রুতগতিতে ছড়াচ্ছে ওমিক্রন… মৃদু বলে উপেক্ষা নয়’, সতর্ক করলেন WHO প্রধান
Omicron Variant: সব দেশকেই করোনা বিধির ওপর জোর দেওয়ার কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্ণধার। টিকা দিয়ে কোনও দেশকে বিপদ মুক্ত করা যাবে না বলে জানিয়েছেন তিনি।
জেনেভা : ওমিক্রন (Omicron Variant) নিয়ে এবার আরও উদ্বেগের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। মঙ্গলবার হু-র তরফে দাবি করা হয়েছে, অভূতপূর্ব দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে করোনার এই মারাত্মক ভ্যারিয়েন্ট। এর আগে এত দ্রুত গতিতে অন্য কোনও ভ্যারিয়েন্টকে ছড়িয়ে পড়তে দেখা যায়নি বলে জানিয়েছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম ঘেব্রেসাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখনও পর্যন্ত বিশ্বের ৭৭ টি দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। এর আগে অন্য কোনও ভ্যারিয়েন্টকে এত দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়নি বলে জানিয়েছেন তিনি।
বিশ্বের সবথেকে বেশি দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হু প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যাতে সব দেশ এই মুহূর্তে করোনা বিধি কঠোরভাবে মেনে চলে। দেশে টিকাকরণ হলেও এই ভ্যারিয়েন্ট থেকে মুক্তি নেই বলেই সতর্ক করা হয়েছে।
কী বললেন হু প্রধান?
বিশেষজ্ঞরা ভাগেই জানিয়েছেন যে ওমিক্রন ভ্যারিয়েন্টের মৃদু উপসর্গ দেখা যাচ্ছে আক্রান্তদের মধ্যে। টেডরস আধানম বলেন, ‘ওমিক্রনকে মৃদু বলে গুরুত্ব দিচ্ছেন না অনেকে। কিন্তু ওমিক্রনের জেরে অসুস্থতা যতই কম হোক না কেন, এত বেশি সংখ্যায় মানুষ আক্রান্ত হতে পারে যাতে স্বাস্থ্য ব্যবস্থা ধাক্কা খেতে পারে।’ সতর্ক করে তিনি বলেন, ‘ভ্যাকসিন দেওয়া হয়েছে মানেই মাস্ক নয়, ভ্যাকসিন দেওয়া হয়েছে মানেই সামাজিক দূরত্ব নয়, এমনটা ভাবলে চলবে না। সমস্ত করোনা বিধি সমান ভাবে মেনে চলতে হবে।’ বুস্টার ডোজ়় প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দেশ বুস্টার ডোজ় দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু বুস্টার ডোজ় দিলেই যে ওমিক্রন থেকে মুক্তি মিলবে এমন প্রমাণ নেই।’
ভারতে আক্রান্ত ৫৭
দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে ৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ১ জন বাসাই বিরারের বাসিন্দা, বাকিরা মুম্বইয়ের বাসিন্দা। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ৮ জনের সাম্প্রতিকালে বিদেশ যাত্রা করেননি। এ দিনই নতুন করে দিল্লিতে আরও ৪ ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এই নিয়ে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬। সব মিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা ওখন ৫৭।
ওমিক্রনে মৃত্যু
প্রাথমিক ভাবে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর না মিললেই, সদ্য ওমিক্রনের হানায় ব্রিটেনে প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই খবর জানিয়েছেন। তিনি জানান, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী জনসন বলেন, ব্রিটিশ রাজধানীর প্রায় ৪০ শতাংশ করোনার কেসের ক্ষেত্রে দায়ী ওমিক্রন স্ট্রেইন। হাসপাতালগুলিতে এই স্ট্রেইনে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে।
আরও পড়ুন: Kerosene Oil: সরকারের জন্য বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে কেরোসিন তেল!