‘শিশু সৈনিক’ তৈরি করছে পাকিস্তান, তালিকাভুক্ত করল আমেরিকা

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম 'দ্য ডন' এ কথা জানিয়েছে।

'শিশু সৈনিক' তৈরি করছে পাকিস্তান, তালিকাভুক্ত করল আমেরিকা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 6:28 PM

জ্যোতির্ময় রায়: ফের চর্চায় পাকিস্তান (Pakistan)। মার্কিন যুক্তরাষ্ট্র শিশু সৈনিক প্রতিরোধ আইনের (সিএসপিএ) তালিকায় পাকিস্তান ও তুরস্ককে যুক্ত করেছে। এর অর্থ হল উভয় দেশের সেনাবাহিনী বা অন্যান্য সুরক্ষা বাহিনীতেও অপ্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাকিস্তান, তুরস্ককে সিএসপিএ তালিকায় যুক্ত করার এই নতুন পদক্ষেপ মার্কিন পররাষ্ট্র দফতরের বার্ষিক রিপোর্টে (টিআইপি) রয়েছে।

আফগানিস্তান, মায়ানমার, কঙ্গো, ইরান, ইরাক, লিবিয়া, মালি, নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেনকে আগেই শিশু সৈনিক প্রতিরোধ আইনের (সিএসপিএ) তালিকায় অন্তর্ভুক্ত করেছে আমেরিকা। এ বার নাম জুড়ল পাকিস্তানেরও। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এ কথা জানিয়েছে।

২০১০ সাল থেকে কঙ্গো, সোমালিয়া এবং ইয়েমেনের নাম এই তালিকায় রয়ে গিয়েছে। এ ছাড়া আফগানিস্তান, ইরান, ইরাক, লিবিয়া, মালি, মায়ানমার, নাইজেরিয়া, দক্ষিণ সুদান ও সিরিয়া এক দশক ধরে এই তালিকায় রয়েছে। ২০২১ সালে আমেরিকার এই তালিকায় ১৫ টি দেশের নাম রয়েছে। এই আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কাউকে সশস্ত্র বাহিনী, পুলিশ বা অন্যান্য সুরক্ষা বাহিনীতে সংযুক্ত করলে তাদেরক ‘শিশু সৈনিক’ বলা হয়। বিভিন্ন প্রতিবেদনে দেখা গিয়েছে যে তালিকাভিক্ত দেশে ১৫ বছরের কম বয়সের কিশোরদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ভিডিয়ো: সমুদ্রের জলে দাউদাউ করে জ্বলছে ‘রাক্ষুসে’ আগুন

TV9 EXCLUSIVE

১০ লক্ষ টাকার ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ কারা পাবেন? কী ভাবে করবেন আবেদন?

ডায়েরির পাতার ভাঁজে আডবাণী, যশবন্তদের নাম, কী সেই ‘হাওয়ালা-জৈন’ মামলা?

সরষের ভেতরেই ভূত! ১ বছরে রান্নার তেলের দাম বাড়ল ৬৩ টাকা, কীভাবে?

কোভ্যাক্সিন তৈরিতে বাছুরের প্লাজমা? আসল সত্যিটা জানুন

ভেনেজুয়েলায় ১ টাকায় পেট্রল, ভারতে ১০২! নেপথ্যে কার কারসাজি?