Pig’s Kidney Transplant in Human Body: ফিরে দেখা: মানবদেহে শূকরের হার্ট প্রতিস্থাপন

শূকরের হার্ট প্রতিস্থাপনের পর শূকরের কিডনি প্রতিস্থাপনও হয় মানবদেহে। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামের আলবামা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৭৭ বছর বয়সি এক মৃত্যুপথযাত্রীর দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করেন।

| Edited By: | Updated on: Dec 26, 2022 | 11:38 PM
যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত হয়েছে চিকিৎসাবিজ্ঞানও। এবার হৃদরোগের চিকিৎসাতেও যুগান্তকারী অধ্যায়ের সাক্ষী হল বিশ্ব। মানুষের দেহে প্রতিস্থাপিত করা হয় শূকরের হৃৎপিণ্ড।

যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত হয়েছে চিকিৎসাবিজ্ঞানও। এবার হৃদরোগের চিকিৎসাতেও যুগান্তকারী অধ্যায়ের সাক্ষী হল বিশ্ব। মানুষের দেহে প্রতিস্থাপিত করা হয় শূকরের হৃৎপিণ্ড।

1 / 5
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ৫৭ বছর বয়সি ডেভিস বেনেট টার্মিনালের দেহে শূকরের প্রতিস্থাপিত করা হয়। এই অসাধ্য সাধন করেন বাল্টিমোরের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিক্যাল স্কুলের গবেষক ডা. বার্টলে গ্রিফিথ। উন্মোচিত হল অঙ্গদানের এক নয়া দিগন্ত।

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ৫৭ বছর বয়সি ডেভিস বেনেট টার্মিনালের দেহে শূকরের প্রতিস্থাপিত করা হয়। এই অসাধ্য সাধন করেন বাল্টিমোরের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিক্যাল স্কুলের গবেষক ডা. বার্টলে গ্রিফিথ। উন্মোচিত হল অঙ্গদানের এক নয়া দিগন্ত।

2 / 5
হৃদরোগে আক্রান্ত ডেভিড বেনেটকে বাঁচাতে যুগান্তকারী পদক্ষেপ করেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিক্যাল স্কুলের গবেষকরা। চলতি বছরের জানুয়ারিতে হৃদপিণ্ড প্রতিস্থাপনের পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ডেভিড বেনেট।

হৃদরোগে আক্রান্ত ডেভিড বেনেটকে বাঁচাতে যুগান্তকারী পদক্ষেপ করেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিক্যাল স্কুলের গবেষকরা। চলতি বছরের জানুয়ারিতে হৃদপিণ্ড প্রতিস্থাপনের পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ডেভিড বেনেট।

3 / 5
মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন।

মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন।

4 / 5
শূকরের হার্ট প্রতিস্থাপনের পর শূকরের কিডনি প্রতিস্থাপনও হয় মানবদেহে। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামের আলবামা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৭৭ বছর বয়সি এক মৃত্যুপথযাত্রীর দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করেন। মূলত চিকিৎসাবিজ্ঞানের নয়া দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই পরীক্ষামূলক প্রয়োগ করেন এটি।

শূকরের হার্ট প্রতিস্থাপনের পর শূকরের কিডনি প্রতিস্থাপনও হয় মানবদেহে। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামের আলবামা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৭৭ বছর বয়সি এক মৃত্যুপথযাত্রীর দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করেন। মূলত চিকিৎসাবিজ্ঞানের নয়া দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই পরীক্ষামূলক প্রয়োগ করেন এটি।

5 / 5
Follow Us: