Yoga day in UN HQ: ‘প্রকৃত অর্থেই সর্বজনীন’, রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী মোদীর যোগ ক্লাসে বিশ্বরেকর্ড

Yoga day celebration with PM Modi in UN HQ: বুধবার (২১ জুন), নবম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আয়োজিত বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে ১৮০টিরও বেশি দেশের মানুষকে জুড়ে দেয় রাষ্ট্রপুঞ্জের এই বিশেষ যোগ অধিবেশন। আর, এর ফলে তৈরি হল একটা বিশ্বরেকর্ড।

Yoga day in UN HQ: 'প্রকৃত অর্থেই সর্বজনীন', রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী মোদীর যোগ ক্লাসে বিশ্বরেকর্ড
রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগ দিবস উদযাপন করছেন প্রধানমন্ত্রী মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 7:40 PM

নিউ ইয়র্ক: “গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে যোগ।” বুধবার (২১ জুন), নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে নবম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ সমাবেশে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, “যোগ সবার জন্য। সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত সংস্কৃতির জন্য। এটি প্রকৃত অর্থে সর্বজনীন।” তিনি আরও জানিয়েছেন, যোগব্যায়াম শুধুমাত্র এক ধরনের শারীরিক কসরত নয়, এটা এক জীবনচর্যা। তিনি বলেন, “যখন আমরা যোগব্যায়াম করি, তখন আমরা শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি, মানসিকভাবে শান্ত এবং সন্তুষ্ট বোধ করি। এটা শুধু মাদুর উপর ব্যায়াম করা নয়, যোগব্যায়াম সুস্বাস্থ্য এবং সুস্থতার জন্য একটি সামগ্রিক জীবন পদ্ধতি। এটি চিন্তা ও কর্মে মনোযোগী হওয়ার একটি উপায়। এদিন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে যোগ দিবস উদযাপনে যোগ দেওয়ার মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যোগ দেন রাষ্ট্রপুঞ্জের ডেপুটি সেক্রেটারি-জেনারেল আমিনা জে মহম্মদ, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরোসি, রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস প্রমুখ। তাঁদের উপস্থিতিতে গোয়া বিশ্বের সামনে যোগের গুরুত্ব ও উপযোগিতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী মোদী বলেন, “আপনাদের সবাইকে দেখে আমি আনন্দিত। এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ এখানে প্রায় প্রতিটি দেশের প্রতিনিধিরা আছেন। যোগ কথার অর্থ হল ঐক্যবদ্ধ হওয়া। এখানে একত্রিত হয়ে আপনারা যোগেরই একটা রূপ তুলে ধরেছেন।”

তিনি আরও বলেন, “অন্যান্য ভারতীয় ঐতিহ্যের মতো, যোগও গতিশীল এবং বর্তমান সময়েও উপযোগী। এর উৎস ভারতে হলেও, এর কোনও রয়্যালটি, কপিরাইট বা পেটেন্ট নেই। আপনি বাড়িতে, কর্মক্ষেত্রে বা যাতায়াতের সময়, যে কোনও জায়গায় যোগাভ্যাস করতে পারেন। আপনি কোনও শিক্ষকের কাছ থেকে যোগ শিখতে পারেন, বা নিজে নিজেও শিখতে পারেন।” বক্তৃতা শেষে মোদী এক সংস্কৃত শ্লোক উচ্চারণ করেন, যার অর্থ, “সবাই সুস্থ থাকুক এবং সবাই সুখী হোক।”

প্রধানমন্ত্রীর বক্তৃতার পরই শুরু হয় রাষ্ট্রপুঞ্জের বিশেষ যোগ অধিবেশন। এই অধিবেশনে যোগ শিক্ষাগুরু হিসেবে অংশ নেন নিউইয়র্ক শহরের বিখ্যাত যোগিনী অ্যানেলিয়েস রিচমণ্ড। এছাড়া বহু বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই যোগ ক্লাসে অংশ নেন। এঁদের মধ্যে ছিলেন, বিখ্যাত হলিউডি অভিনেতা রিচার্ড গের, পুরস্কার বিজয়ী গল্পকার জে শেঠি, পুরস্কার বিজয়ী শেফ বিকাশ খান্না, ভিএম ওয়্যার সংস্থার সিওও মাইক হেইস, ইউএস নেভি সিল অফিসার ব্রিট কেলি স্লাবিনস্কি, যোগ প্রশিক্ষক কলিন সাইদমান ই, যোগ প্রশিক্ষক রডনি ই, বার্কলে ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস্টোফার টম্পকিন্স, ধ্যান প্রশিক্ষক ভিক্টোরিয়া গিবস, ব্রিটিশ সঙ্গীতশিল্পী জাহ্নবী হ্যারিসন ওরফে জাহ্নবী জীবন দাসী, সাংবাদিক সীমা মোদী, সাংবাদিক জৈন অ্যাশার, তিনবারের গ্র্যামিজয়ী সঙ্গীত শিল্পী রিকি কেজ, ভারতীয়-মার্কিন গায়িকা ফাল্গুনী শাহ, মার্কিন গায়িকা তথা অভিনেত্রী মেরি মিলবেন প্রমুখ। এছাড়াও বহু বিশিষ্ট কূটনীতিক, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রযুক্তিবিদ, শিল্প নেতা, মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পী, আধ্যাত্মিক নেতা, যোগ অনুশীলনকারীরা এই অনুষ্ঠানে যোগ দেন।

সব মিলিয়ে ১৮০টিরও বেশি দেশের মানুষকে জুড়ে দেয় রাষ্ট্রপুঞ্জের এই বিশেষ যোগ অধিবেশন। আর, এর ফলে তৈরি হল একটা বিশ্বরেকর্ড। এদিনের অনুষ্ঠানে সর্বাধিক দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন বলে জানিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। গিনেস কর্তৃপক্ষ আয়োজকদের হাতে এই বিষয়ে একটি স্মারক তুলে দেন।