Russia Ukraine: ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্রদের উদ্ধারের প্রক্রিয়া শুরু
Russia Attacks Ukraine: রুশ পদাতিক বাহিনী ইউক্রেনের ২৩টি প্রদেশে পৌছে গিয়েছে বলে জানা গিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথম দিনের অভিযান সফল হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তারপরই পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে ইউক্রেন। প্রথম দিনেই একের পর এক প্রদেশে অভিযান চালিয়েছে রুশ সেনা। ইউক্রেনের আকাশে উড়ছে রুশ যুদ্ধবিমান, হেলিকপ্টার, রাস্তায় পড়ে মিসাইলের টুকরো। সাধারণ মানুষের চোখে-মুখে আতঙ্ক। দুই দেশেরই একাধিক সেনার মৃত্যু হয়েছে প্রথম দিনেই। ইতিমধ্যেই যুদ্ধ থেকে বিরত হওয়ার বার্তা দিয়ে পুতিনকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর নয়া দিল্লি।
LIVE NEWS & UPDATES
-
কিয়েভ রেল স্টেশনে হঠাৎ গুলি
কিয়েভ রেলওয়ে স্টেশনে হঠাৎ করেই চলল গুলি। রাশিয়ান আক্রমণের মুখে এমনিতেই নাজেহাল অবস্থা, ভিড়ে ঠাসা ট্রেনে উঠছিলেন অসংখ্য নাগরিক। এর মাঝেই হঠাৎ করেই চলে উঠল গুলি, আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন নাগরিকরা।
-
ভারতীয় ছাত্রদের রোমানিয়া নিয়ে যাওয়া হল
ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের প্রক্রিয়া শুরু। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্রদের সিরেট সীমান্ত দিয়ে রোমানিয়া নিয়ে যাওয়া হল। ইউক্রেনে আটকে থাকা বাকি পড়ুয়াদের হাঙ্গেরি সীমান্তে গিয়ে দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
-
-
কিয়েভের মারাত্মক পরিণতি হতে পারে, আশঙ্কা প্রকাশ আমেরিকার
ক্রমশই ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে চলেছে রুশ সেনাবাহিনী। দেশের জনগণকে সবরকমভাবে রুশ সেনাকে প্রতিরোধের ডাক দিয়েছে ইউক্রেন প্রশাসন। এই পরিস্থিতি রাশিয়ান আগ্রাসন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, মার্কিন গোয়েন্দা আধিকারিকদের আশঙ্কা, রাশিয়ান আক্রমণের মুখে আর কয়েকদিনে মধ্যে কিয়েভের পতন হতে পারে। সূত্রের দাবি, মার্কিন গোয়েন্দাদের দাবি ছিল, রাশিয়ার আক্রমণের একদিন থেকে চারদিনের মধ্যে কিয়েভের পতন ঘটতে পারে, সেই সম্ভাবনা জোরাল বলে এখনও মনে করছে ওয়াশিংটন।
বিস্তারিত পড়ুন Russia-Ukraine Conflict: মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভের মারাত্মক পরিণতি! আশঙ্কা প্রকাশ আমেরিকার
-
কিয়েভ ভলেন্টিয়ারদের হাতে মেশিন গান তুলে দিল ইউক্রেন
ক্রমশই ইউক্রেনের রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ান সেনা। রুশ সেনাবাহিনীকে আটকানোর জন্য নাগরিকদের সবকিছু করার অনুরোধ জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম ডেনিসেনকো জানিয়েছেন কিয়েভ ভলেন্টিয়ারদের হাতে ১৮ হাজার মেশিন গান তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে রাশিয়ান সেনার কার্যকলাপের প্রতি মুহূর্তের খবর যেন সরকারের কাছে তুলে দেওয়া হয়।
-
রাশিয়ার আক্রমণে নিহত ৫৭ জন ইউক্রেনবাসী
রাশিয়ার আক্রমণের মুখে ৫৭ জন সাধারণ ইউক্রেনবাসী সহ মোট ১৯৪ জন প্রাণ হারিয়েছেন। এমনটাই দাবি করলেন ব্রিটেনের সশস্ত্র বাহিনী বিভাগের মন্ত্রী জেমস হিপ্পি। হাউজ অব কমনসের সাংসদদের তিনি জানিয়েছেন এই যুদ্ধে ৪৫০ জন রাশিয়ান সেনাও প্রাণ হারিয়েছেন।
-
-
ক্যাবিনেট নিরাপত্তা কমিটির বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদী
আগামিকাল দুপুর সাড়ে ১২ টা নাগাদ ক্যাবিনেট কমিটির বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। ইউক্রেন পরিস্থিতি নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাবিনেট কমিটি-কে দেশের সর্বোচ্চ ক্ষমতাশালী কমিটি হিসেবেই ধরে নেওয়া হয়। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছে।
বিস্তারিত পড়ুন Modi on Russia-Ukraine: ইউক্রেন নিয়ে আশঙ্কায় দ্বিতীয়বার! ক্যাবিনেট নিরাপত্তা কমিটির বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদী
-
ইউক্রেনবাসীই আসল নায়ক: জ়েলেনস্কি
ইউক্রেনবাসী যে ভাবে লড়াই করছেন, তাতে দেশের নাগরিকদেরই আসল নায়ক বলে আখ্যা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি। যুদ্ধে মৃত্যু হয়েছে শতাধিক ইউক্রেনবাসীর। বৃহস্পতিবারই মৃত্যু হয়েছে ১৩৭ জনের। শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
-
বিধ্বস্ত ইউক্রেন থেকে কীভাবে ফিরবে বাংলার পড়ুয়ারা? হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন
আটকে রয়েছেন বাংলার বহু মানুষ। কেউ ডাক্তারির, কেউ কম্পিউটারের ছাত্র। তাঁদের জন্য রাতের ঘুম উড়েছে পরিবারের। তাঁদের ফেরাতে তৎপর হল রাজ্য সরকার। নবান্নের তরফে চালু করা হল হেল্পলাইন নম্বর। বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে রাজ্য সরকার। কারা আটকে রয়েছেন, তাঁদের তালিকা তৈরিতেও উদ্যোগী হয়েছে রাজ্য।
বিস্তারিত পড়ুন: বিধ্বস্ত ইউক্রেন থেকে কীভাবে ফিরবে বাংলার পড়ুয়ারা? হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন
-
যুদ্ধের প্রথম দিনেই কেন সেই চেরেনোবিল দখল নিল রাশিয়া?
চেরেনোবিলের ভয়াবহ নিউক্লিয়ার দুর্ঘটনার (Chernobyl nuclear power plant Blast) কথা মনে রয়েছে? ১৯৮৬ সালে ইউক্রেন(Ukraine)-র রাজধানী কিয়েভ (Kyiv) থেকে ১০৮ কিলোমিটার দূরে অবস্থিত চেরেনোবিলের নিউক্লিয়ার প্ল্যান্টে পরীক্ষা চলাকালীনই বিস্ফোরণ হয়েছিল। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা আকাশ, শুধু ইউক্রেন নয়, আশেপাশের বেলারুস সহ ইউরোপের একাধিক অংশে ছড়িয়ে পড়েছিল তেজস্ক্রিয় পদার্থ (Radiation)। প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে প্রায় ৯৩ হাজার মানুষ। যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনেই চেরেনোবিলে ইউক্রেনের সেনার সঙ্গে সংঘর্ষ হওয়ায়, ওই প্ল্যান্ট থেকে ফের তেজস্ক্রিয় বিকিরণ বের হতে শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। যুদ্ধের প্রথম দিনেই চেরেনোবিল দখল নেওয়ার প্রধান কারণ হল, বেলারুস থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছনোর সবথেকে সোজা পথ হল চেরেনোবিলই।
বিস্তারিত পড়ুন: Russia Captures Chernobyl Nuclear Plant: ৩৬ বছরেও কমেনি তেজস্ক্রিয়তা! যুদ্ধের প্রথম দিনেই কেন সেই চেরেনোবিল দখল নিল রাশিয়া?
-
ইউক্রেন নিয়ে উদ্বেগ বাংলায়, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্র
ইউক্রেনে কোনও বাঙালি আটকে আছে কি না, তা নিয়ে কেন্দ্রের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে রাজ্য। ইতিমধ্যেই দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারের তরফে কেন্দ্রের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও আউটপুট না দেওয়া হলেও বাঙালিদের আটকে থাকার ব্যাপারে ক্রমাগত যোগাযোগ রেখে চলছে দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিস।
-
ইউক্রেনে আটকে থাকা বাঙালিদের জন্য খোলা হল কন্ট্রোল রুম
ইউক্রেনে আটকে থাকা বাংলার নাগরিক এবং ছাত্র-ছাত্রীদের জন্য খোলা হল কন্ট্রোল রুম। এই কন্ট্রোলরুম সকাল ন’টা থেকে রাত ৯ টা পর্যন্ত কাজ করবে। দুটো শিফটে কাজ হবে এই কন্ট্রোল রুমে। যে দুটি নম্বরে যোগাযোগ করার কথা বলা হয়েছে, সেগুলি হল, ২২১৪৩৫২৬ ও ২২১৪১০৭০। একজন উচ্চপদস্থ আইএএস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে কন্ট্রোল রুমের। পাশাপাশি ইবিসিএস আধিকারিকরা সাহায্য করবেন তাঁকে।
-
ইউক্রেন নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে চান বাইডেন
আমেরিকার তরফে বারংবার সতর্কবার্তা দেওয়া হলেও, সেই কথা অগ্রাহ্য করেই ইউক্রেন(Ukraine)-র উপরে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া (Russia)। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাও। বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইউক্রেনের উপরে যে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া এবং তার জেরে যে সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন তিনি। অন্যদিকে, ইউক্রেনের অনুরোধেই গতকাল রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)-র সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
বিস্তারিত পড়ুন: US to Consult India on Ukraine Crisis: বিরোধ মেটেনি, বাড়ছে বিপদ! ইউক্রেন নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে চান বাইডেন
-
গুলি-মিসাইলের শব্দেই রাত কাটল ভারতীয়দের! ভরসা জোগাতে ইউক্রেন সীমান্তে হাজির কেন্দ্রীয় দল
রাশিয়ার লাগাতার মিসাইল বর্ষণের (Missile Attack) জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের এয়ারস্পেস (Ukraine Airspace)। এদিকে, সেখানেই আটকে পড়ে রয়েছে প্রায় ২০ হাজার ভারতীয় (Indians)। এই পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য স্থলপথেই রওনা দিল কেন্দ্রের প্রতিনিধি দল।
-
সীমান্তরক্ষীদের ওপর হামলা চালাল রাশিয়া
ইউক্রেনের সীমান্তরক্ষী বা বর্ডার গার্ডদের ওপর হামলা চালানো হয়েছে। রাশিয়ার রকেট আঘাত করেছে শুক্রবার ভোর ৪ টা ২৫ মিনিটে। অন্যদিকে এ দিন সকালেই রাজধানী কিয়েভে একটি রুশ বিমান গুলি করে নামানো হয়েছে বলে দাবি ইউক্রেন।
-
যুদ্ধ নয়! ‘হত্যাকারী পুতিন’ বলে রব উঠল রাশিয়ার রাজপথে
যুদ্ধ ছাড়া আর কোনও উপায় ছিল না। এই বলেই সামরিক অভিযানের কথা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের একাধিক দেশ শান্তির বার্তা দেওয়ার পরও সে সব তোয়াক্কা না করে বৃহস্পতিবার ভোরেই অভিযানের কথা ঘোষণা করেন পুতিন। আর সেই ঘোষণার পরই ইউক্রেন জুড়ে তৈরি হয়েছে সঙ্কট। একের পর এক প্রদেশে প্রবেশ করে কার্যত ধ্বংসলীলা চালাচ্ছে রুশ সেনা। ঘোষণার ২৪ ঘণ্টা পর যখন রাশিয়া সাফল্যের খতিয়ান দিচ্ছে, অন্যদিকে তখন রাশিয়ার রাজপথেই উঠল যুদ্ধ-বিরোধী রব। রাস্তায় নেমে যুদ্ধের বিরুদ্ধে স্লোগান তুললেন বহু রাশিয়ান।
বিস্তারিত পড়ুন: Russia Ukraine War: যুদ্ধ নয়! ‘হত্যাকারী পুতিন’ বলে রব উঠল রাশিয়ার রাজপথে
-
বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কিয়েভ
হামলার দ্বিতীয় দিনে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। শহরের মধ্যস্থলে পরপর দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে শুক্রবার ভোরে। ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে অনুমান ইউক্রেন পুলিশের।
-
প্রথমদিনের আক্রমণে ‘সাফল্যে’র খতিয়ান দিল রাশিয়া
ইতিমধ্যেই রুশ পদাতিক বাহিনী ইউক্রেনের ২৩টি প্রদেশে পৌছে গিয়েছে বলে জানা গিয়েছে। দিনের শেষে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হল, প্রথম দিনের অভিযান সফল হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনও ইউরোপীয় দেশ এত বড় আক্রমণের মুখে পড়ল।
বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict: গুঁড়িয়ে গিয়েছে রাস্তাঘাট, দখলে বিমানবন্দর! প্রথমদিনের আক্রমণে ‘সাফল্যে’র খতিয়ান দিল রাশিয়া
-
২ মাস ধরে কষা হচ্ছে ছক! ‘অদৃশ্য জাল’ দিয়েও হামলা চালাতে পারে রুশ হ্যাকাররা
ইউক্রেন(Ukraine)-র উপরে সামরিক অভিযান (Military Operation) শুরু করেছে রাশিয়া (Russia)। একসঙ্গে স্থল, জল ও আকাশপথে প্রতিবেশী দেশের উপরে হামলা শুরু করে দিয়েছে রুশ বাহিনী। তবে বিপদ শুধু এখানেই থেমে নেই। চোরা পথে সাইবার হানা(Cyber Attack)-ও শুরু করতে পারে রাশিয়া, এমনটাই আশঙ্কা নিরাপত্তা বিশেষজ্ঞদের। সম্প্রতিই ইউক্রেনের উপরে সাইবার হানা চালিয়েছিল রাশিয়া, এবার আরও বড় মাপেই সাইবার হানা চালাতে পারে রাশিয়া, যার জেরে গোটা দেশের যাবতীয় ইন্টারনেট পরিষেবা ও অনলাইন সিস্টেম ভেঙে পড়বে। এই হামলা কেবলমাত্র ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এমন আশঙ্কাও করছেন অনেকেই।
বিস্তারিত পড়ুন: ২ মাস ধরে কষা হচ্ছে ছক! ‘অদৃশ্য জাল’ দিয়েও হামলা চালাতে পারে রুশ হ্যাকাররা
-
বিরোধ মেটেনি, বাড়ছে বিপদ! ইউক্রেন নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে চান বাইডেন
আমেরিকার তরফে বারংবার সতর্কবার্তা দেওয়া হলেও, সেই কথা অগ্রাহ্য করেই ইউক্রেন(Ukraine)-র উপরে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া (Russia)। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাও। বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইউক্রেনের উপরে যে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া এবং তার জেরে যে সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন তিনি। অন্যদিকে, ইউক্রেনের অনুরোধেই গতকাল রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)-র সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
বিস্তারিত পড়ুন : বিরোধ মেটেনি, বাড়ছে বিপদ! ইউক্রেন নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে চান বাইডেন
Published On - Feb 25,2022 8:53 AM