Russia-Ukraine Conflict : আন্তর্জাতিক আদালতের রায়কে থোরাই কেয়ার! যুদ্ধ বন্ধে নিমরাজি রাশিয়া
Russia-Ukraine Conflict : আন্তর্জাতিক আদালতের রায় খারিজ করল রাশিয়া। গতকাল রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চ আদালত রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে।
মস্কো : আন্তর্জাতিক আদালতের রায় খারিজ করল রাশিয়া। গতকাল রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চ আদালত রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু বৃহস্পতিবার সেই নির্দেশ প্রত্য়াখ্যান করে ক্রেমলিন। রাশিয়া তাদের কার্যকলাপে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা কোনওভাবেই পিছু হটবে না। এদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন,”আমরা এই সিদ্ধান্তটি মেনে নিতে পারি না।” তিনি জানিয়েছেন যে এই রায় কার্যকর করার জন্য উভয় পক্ষ – রাশিয়া এবং ইউক্রেনকে সম্মত হতে হবে। পেসকভ বলেছেন,”এই ক্ষেত্রে কোনও সম্মতি পাওয়া যাবে না।”
রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক আদালত বুধবার রায় দিয়েছে যে মস্কোর উচিত “অবিলম্বে ইউক্রেনের ভূখণ্ডে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক অভিযান স্থগিত করতে হবে।” প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সামরিক অভিযান শুরু করার কয়েকদিন পর কিভ মস্কোকে রাষ্ট্রসঙ্ঘের শীর্ষ আদালতে টেনে আনে। পেসকভ দাবি করেছেন যে যুদ্ধ শেষ করার জন্য মস্কোর প্রতিনিধি দল কিয়েভের সঙ্গে আলোচনা করছে। তিনি বলেছেন, “আমাদের সমকক্ষদের তুলনায় আলোচনার জন্য অনেক বেশি প্রস্তুতি দেখাচ্ছি আমরা।”
২২ দিনে পড়ল ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। তবুও ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধের কোনও ইঙ্গিত নেই। গতকাল আন্তর্জাতিক আদালতের তরফে রাশিয়াকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার পরও রুশ বাহিনীর হামলা চলছে। এদিকে ইউক্রেনও যুঝে চলছে রাশিয়ান সেনাবাহিনীর সামনে। হার মানতে নারাজ তাঁরা। এদিন ইউক্রেন রাশিয়ার ট্যাঙ্কার উল্টে দিয়েছে বলে জানা গিয়েছে। ইউক্রেনবাসীরা মলটোভ ককটেল হাতে তুলে নিয়ে রুশ বাহিনীকে প্রতিরোধ করেছে। যুদ্ধের ২২ দিন পেরিয়ে গেলেও কিয়েভের পুরোপুরি দখল করতে পারেনি রাশিয়া। তবে রাশিয়ার একের পর এক হামলায় তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। এদিকে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক হলেও তাঁরা সেই বৈঠকে যুদ্ধ শেষের কোনও আভাস পাওয়া যায়নি।
আরও পড়ুন : Bangladesh News: প্রেমিককে বিয়ে করার তীব্র ইচ্ছা! মা যে ছেলেদের সঙ্গে এমন করতে পারেন, ভাবতে পারছে না পুলিশও