Bus Accident: রাস্তার বাঁক থেকে খাদে পর্যটকদের বাস, মৃত অন্তত ২৪

Peru: উত্তর-পশ্চিম পেরুর পার্বত্য এলাকা দিয়ে যাচ্ছিল ওই বাসটি। সেখানেই একটি টার্নের সময় পাহাড়ের উপর থেকে খাদে পড়ে যায় ওই বাস। এর জেরেই অন্তত ২৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পেরুর পুলিশ প্রশাসন।

Bus Accident: রাস্তার বাঁক থেকে খাদে পর্যটকদের বাস, মৃত অন্তত ২৪
পেরুর দুর্ঘটনাগ্রস্ত বাস
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2023 | 12:05 PM

লিমা: ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হল পেরুতে। ৬০ জন যাত্রী নিয়ে ওই বাস যাচ্ছিল। সেই বাসে হাইতির বেশ কয়েক জন যাত্রীও ছিল। উত্তর-পশ্চিম পেরুর পার্বত্য এলাকা দিয়ে যাচ্ছিল ওই বাসটি। সেখানেই একটি টার্নের সময় পাহাড়ের উপর থেকে খাদে পড়ে যায় ওই বাস। এর জেরেই অন্তত ২৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পেরুর পুলিশ প্রশাসন। পেরুর পিয়ুরা প্রদেশে এই দুর্ঘটনায় আহত হয়েছে বাসের অধিকাংশ যাত্রী। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পেরুর ওই অঞ্চলে ঘুরতে যাওয়া পর্যটকদের নিয়ে যাচ্ছিল ট্যুরিস্ট সংস্থার বাস। তা পড়ে গিয়েই ঘটে দুর্ঘটনা।

পেরুর প্রশাসন সূত্রে জানিয়েছেন, কোরিয়াঙ্কা ট্যুর কোম্পানির ওই বাস দুর্ঘটনার কবলে পড়েছে। পিয়ুরা প্রদেশের লিমা থেকে যাত্রা শুরু করেছিল বাসটি। সেখান থেকে তুম্বেস যাওয়ার কথা ছিল। তুম্বেস যাওয়ার পথে অরগানোস শহর পেরোনোর পরই ঘটেছে দুর্ঘটনা। সেখানে রাস্তার বাঁক পেরনোর সময় খাদে পড়ে যায় পর্যটকদের ওই বাস। যেখানে এই দুর্ঘটনা হয়েছে ওই এলাকা বেশ দুর্গম ও দুর্ঘটনাপ্রবণ বলে সে দেশের স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ। ওই এলাকা ‘ডেভিলস কার্ভ’ নামেও পরিচিত। যদিও সেখানে কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি তা এখনও জানা যায়নি। পেরুর প্রশাসনের তরফেও দুর্ঘটনার কারণ জানানো হয়নি। তবে দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

ওই বাসে ৬০ মতো যাত্রী ছিলেন। এর মধ্যে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সে দেশের পুলিশ। আহতদের এল অলতো এহবং মারকোরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অনেক যাত্রী। বাসটিকে এবং সেই বাসের যাত্রীদের খাদ থেকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও ওই বাসে বেশ কয়েক জন হাইতির পর্যটক ছিলেন।