PM Modi US Visit: ‘জন গণ মন’ গেয়েই সোজা মোদীর পা ছুঁয়ে প্রণাম মার্কিন শিল্পীর, দেখুন Video
PM Modi US visit: শুক্রবার ছিল প্রধানমন্ত্রীর মার্কিন সফরের শেষ দিন। এদিন অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি যে গর্বিত, সে কথা আগেই জানিয়েছিলেন ম্যারি মিলাবেন।
ওয়াশিংটন: দর্শকাসনে তখন প্রবাসীদের ভিড়। মঞ্চে পরিবেশিত হল ভারতের জাতীয় সঙ্গীত। গান শেষ হতেই দর্শকাসন থেকে শোনা গেল, ‘ভারত মাতা কি জয়’। ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিল্ডিং-এ তখন যেন এক অন্য পরিবেশ। আফ্রিকান-আমেরিকান শিল্পীর কন্ঠে ‘জন গণ মন অধিনায়ক’ শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তাঁকে অভিবাদন জানাচ্ছেন, তখন সোজা মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন শিল্পী ম্যারি মিলাবেন। শুক্রবার ইউএস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশন-এর তরফ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মিলাবেন।
শুক্রবার ছিল প্রধানমন্ত্রীর মার্কিন সফরের শেষ দিন। এদিন অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি যে গর্বিত, সে কথা আগেই জানিয়েছিলেন ম্যারি মিলাবেন। শিল্পী তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য অতিথিদের সামনে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ পেয়েছি।’ ভারতের প্রতি ভালবাসার কথাও প্রকাশ করেছিলেন তিনি। এদিন শিল্পী তাঁর নিজস্ব আঙ্গিকেই পরিবেশন করেন ‘জন গণ মন’। এরপরই সোজা হেঁটে যান মোদীর দিকে। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠোর সে ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন।
After singing India’s National Anthem, renowned American singer Mary Millben touched Prime Minister Shri @narendramodi Ji’s feet as per Indian traditions.
From Papua New Guinea in the East to the United States in the West, Prime Minister Modi is a charismatic leader who commands… https://t.co/a7h4CByS6q pic.twitter.com/wMRjWjLRZL
— Col Rajyavardhan Rathore (@Ra_THORe) June 24, 2023
এক বিবৃতিতে মিলাবেন জানিয়েছেন, পরপর চারজন মার্কিন প্রেসিডেন্টের আমলে তিনি আমেরিকার জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান গাওয়ার সুযোগ পেয়েছেন। আর এবার নরেন্দ্র মোদীর জন্য ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পেরে তিনি খুশি। তিনি উল্লেখ করেন, দুই দেশের জাতীয় সঙ্গীতই গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে।
অনুষ্ঠান শেষে মিলাবেন বলেন, “মোদী অত্যন্ত দয়ালু একজন মানুষ। তাঁর সফরের অংশ হতে পেরে আমি গর্বিত। দর্শকেরা যেভাবে জাতীয় সঙ্গীতে গলা মেলাচ্ছিলেন, তা আমার খুব ভাল লেগেছে। তাঁদের প্রত্যেকের কন্ঠে ছিল এক অদ্ভুত আবেগ।”
কিছুদিন আগেই নরেন্দ্র মোদী যখন পাপুয়া নিউ গিনি সফরে গিয়েছিলেন, সে দেশের প্রধানমন্ত্রীও একইভাবে পা ছুঁয়ে প্রণাম করেছিলেন মোদীকে।