Imran Khan Arrest Update: কারোর হাতে সাদা ময়ূর, কারোর কোলে রঙিন! ইমরানের গ্রেফতারির প্রতিবাদ করতে গিয়ে এ কী করল PTI সমর্থকরা?
Pakistan Update: লাহোরের কর্পস কম্যান্ডারের বাড়ি থেকে যে সমস্ত বিক্ষোভকারীরা বেরিয়ে আসছেন, তাদের মধ্যে এক ব্যক্তির কোলে আকড়ে ধরা একটি ময়ূর। কর্পস কম্যান্ডারের বাড়িতে রাখা ছিল ওই ময়ূর।
ইসলামাবাদ: গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (Pakistan Tehreek-e-Insaf) প্রধানের গ্রেফতারির পরই দেশজুড়ে অশান্তির আগুন ছড়িয়েছে। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন পিটিআই সমর্থকরা (PTI Supporters)। সেনা কম্যান্ডারের বাড়ি থেকে শুরু করে রেডিয়ো সেন্টার, বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এই সবকিছুর মাঝে চলছে লুঠতরাজও। মঙ্গলবার ইমরান খানের গ্রেফতারির পরই লাহোরে কর্পস কম্যান্ডারের (Corps Commander) বাড়িতে হামলা করে ক্ষিপ্ত জনতা। বাড়ির ভিতর ঢুকে চলে ভাঙচুর, লুঠপাট। চুরি যাওয়া বিভিন্ন জিনিসের মধ্যে রয়েছে জ্যান্ত ময়ূরও (Peacock)!
সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, লাহোরের কর্পস কম্যান্ডারের বাড়ি থেকে যে সমস্ত বিক্ষোভকারীরা বেরিয়ে আসছেন, তাদের মধ্যে এক ব্যক্তির কোলে আকড়ে ধরা একটি ময়ূর। কর্পস কম্যান্ডারের বাড়িতে রাখা ছিল ওই ময়ূর। ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদ করতে এসে সেই ময়ূরই লুঠ করে পালালেন এক ব্য়ক্তি। কেন ময়ূর চুরি করছেন, সে প্রশ্ন করা হলে ওই ব্যক্তি বলেন, “কারণ এটা জনতার পয়সায় কেনা”। একটা নয়, একাধিক ময়ূর লুঠ করা হয়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যে সাদা ময়ূরও রয়েছে।
لاہور کینٹ میں کور کمانڈر ہاؤس سے لوگ مور بھی اٹھا کر لے گئے۔#karachi #pakistan #lahore #cantt #islambad #imrankhan #imrankhanarrest pic.twitter.com/agJh8B9dJP
— Raftar (@raftardotcom) May 9, 2023
জানা গিয়েছে, ইমরান খানের গ্রেফতারির পরই বিক্ষোভকারীরা কর্পস কম্যান্ডারের বাড়িতে চড়াও হয় বিক্ষোভকারীরা। বাড়িতে পাথর ছুড়ে কাঁচ ভাঙা হয়। এরপরে জোর করে বাড়ির ভিতরে ঢুকে লুঠপাট চালানো হয় এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তারক্ষীদের মারধর করে, বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “বলেছিলাম ইমরান খানের গায়ে হাত দেবেন না…”
لاہور کے کور کمانڈر ہاؤس میں مظاہرین توڑ پھوڑ کے ساتھ لوٹ مار بھی کی اور لوگ چیزیں اٹھا کر اپنے ساتھ لے گئے۔ ایک شخص کور کمانڈر ہاؤس میں رکھا مور بھی اٹھا لایا۔#VOAUrdu #Lahore #ImranKhan pic.twitter.com/NUxDh3Nn1I
— VOA Urdu (@voaurdu) May 9, 2023
উল্লেখ্য, আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। ইসলামাবাদ আদালত চত্বর থেকে ন্য়াশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা ন্যাবের হাতে গ্রেফতার হন ইমরান। জানা গিয়েছে, গত ১ মে ইমরানখানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছিল।