Thailand Visa: থাইল্যান্ডে ঘুরতে গেলে লাগবে না ভিসা, দারুণ সুযোগ ভারতীয়দের সামনে
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। পর্যটন শিল্পের আরও প্রসার ঘটাতেই থাইল্যান্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। কোভিড অতিমারি পর্বের পর কিছুটা হলেও ধাক্কা খেয়েছে থাইল্যান্ডের পর্যটন শিল্প। পর্যটকদের আগমন আরও বাড়াতেই এই সিদ্ধান্ত।
ব্যাঙ্কক: বিদেশে ঘুরতে যাওয়ার বিষয়ে অনেক ভারতীয়রই পছন্দের তালিকায় থাকে থাইল্যান্ড। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে প্রতি বছরই প্রচুর ভারতীয় যান ঘুরতে। তবে আগামী কয়েক মাসে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া আরও সহজ হবে ভারতীয়দের পক্ষে। কারণ সে দেশের সরকার সম্প্রতি ঘোষণা করেছে আগামী কয়েক মাস থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য কোনও ভিসা লাগবে না ভারতীয়দের। ২০২৪ সালের মে মাস পর্যন্ত ভিসা ছাড়াই থাইল্যান্ডে ঘুরতে যাওয়া যাবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। পর্যটন শিল্পের আরও প্রসার ঘটাতেই থাইল্যান্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। কোভিড অতিমারি পর্বের পর কিছুটা হলেও ধাক্কা খেয়েছে থাইল্যান্ডের পর্যটন শিল্প। পর্যটকদের আগমন আরও বাড়াতেই এই সিদ্ধান্ত। ভারতের মতো চিনাদেরও থাইল্যান্ডে যাওয়ার জন্য ভিসা লাগবে না। সেপ্টেম্বর থেকেই এই নিয়ম চালু হয়েছে। তার পর ভারতীয়দের জন্যও এই নিয়ম চালু হল।
থাইল্যান্ডের সরকারি তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২ কোটি ২০ লক্ষ পর্যটক ঘুরতে গিয়েছেন থাইল্যান্ডে। এর জেরে সে দেশে ২৫২৭ কোটি ডলারের ব্যবসা হয়েছে। এ বছর ২ কোটি ২৮ লক্ষ পর্যটক আগমনের লক্ষ্যমাত্রা নিয়েছে থাইল্যান্ডের সরকার। এর আগে শ্রীলঙ্কাও ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল করেছিল। এই পদক্ষেপের পর থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার প্রবণতা আরও বাড়বে বলেই মত পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের।