Indian Nationals: মার্কিন মুলুকে পড়তে গিয়ে তলিয়ে গেল দুই ভারতীয় পড়ুয়া, বাড়ি ফিরবে নিথর দেহ

Indian Nationals: থ্যাংস গিভিং উদযাপন চলছে। তার মাঝেই মার্কিন মুলুকে লেকে তলিয়ে গেলেন দুই ভারতীয় পড়ুয়া।

Indian Nationals: মার্কিন মুলুকে পড়তে গিয়ে তলিয়ে গেল দুই ভারতীয় পড়ুয়া, বাড়ি ফিরবে নিথর দেহ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2022 | 6:38 AM

হাউস্টন : পড়াশোনা করতে মার্কিন মুলুকে (US) পাড়ি দিয়েছিলেন দুই ভারতীয় যুবক। তবে ডিগ্রি নিয়ে আর বাড়ি ফেরা হল না। ফিরবে, তবে তাঁদের নিথর, ঠান্ডা দেহ। থ্যাংস গিভিং উদযাপনের সময় আমেরিকার মিসৌরির ওজ়ার্কস লেকে তলিয়ে গেল দুই ভারতীয় পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, তাঁরা তেলঙ্গানার বাসিন্দা। মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল জানিয়েছে, তলিয়ে যাওয়া পড়ুয়ারা হলেন, ২৪ বছর বয়সী উঠেজ কুন্তা ও ২৫ বছর বয়সী শিবা কেল্লিগারি।

জানা গিয়েছে, গত শনিবার থ্যাংস গিভিংয়ের উদযাপনের সময় তাঁরা ওজ়ার্কস লেকে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁদের পরিচয় জানা যায়নি। পরে মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল তাঁদের শনাক্ত করে পরিচয় প্রকাশ করে। তখনি জানা যায়, তাঁরা ভারতের তেলঙ্গানার বাসিন্দা। পড়াশোনা করতে আমেরিকা গিয়েছেন। এদিকে এই খবর জানার পরই তেলঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও টুইট করেছেন। তিনি টুইটে জানিয়েছেন,তাঁদের পরিবার যাতে শীঘ্রই দেহ নিয়ে আসতে পারে তার জন্য নিজের দলকে তাঁদের সাহায্য় করার কথা বলেছেন কেটিআর।

রবিবার মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোলের তরফে টুইট করে বলা হয়েছে, শনিবার দুপুর ২:২০ নাগাদ উদ্ধারবাহিনী একটি ফোন পায়। এই দুই ভারতীয় পড়ুয়াকে খোঁজার জন্য সাহায্য চাওয়া হয়। পুলিশের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে, প্রথমে কুন্তা লেকে সাঁতার কাটতে গিয়েছিলেন। কিন্তু কোনওভাবে পাড়ে আসতে পারছিলেন না। সেই সময় তাঁর বন্ধু কেল্লিগারি কুন্তাকে বাঁচাতে সেই লেকে ঝাঁপিয়ে পড়েন। তবে তিনিও আর ফিরে আসতে পারেননি। এই ঘটনার ২ ঘণ্টা পরই কুন্তার দেহ উদ্ধার করা হয়। আর রবিবার কেল্লিগারির দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, এয়ারবিএনবিতে থাকতেন দুই বন্ধু। সেই এয়ারবিএনবি-র ম্য়ানেজার সাহায্যের আর্তনাদ শুনতে পান। তারপরই জরুরি পরিষেবায় ফোন করেন। তিনি বলেছেন, ‘আমি ও আমার মেয়েও ৯১১ তে ফোন করেছিলাম।’এক স্থানীয় সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‘আমার ভাই জলে ঝাঁপও দিয়েছিল। ওদের বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু যতক্ষণে ও কায়াকে পৌঁছেছিল ততক্ষণে ওরা তলিয়ে গিয়েছে।’