Bizarre: নাক ডাকার সমস্যায় প্রতি সপ্তাহে মিলবে ১৫ হাজার টাকা! কোথায় জানেন?

Snore problem: স্বাস্থ্য এবং মানসিক সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের জন্যে রয়েছে ব্রিটেন সরকারের পার্সোনাল ইনডেপেন্ডেন্স পেমেন্ট স্কিম।

Bizarre: নাক ডাকার সমস্যায় প্রতি সপ্তাহে মিলবে ১৫ হাজার টাকা! কোথায় জানেন?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2022 | 9:00 AM

লন্ডন: ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা অনেকেরই থাকে। পাশে শুয়ে কেউ নাক ডাকলে ঘুমের ব্যাঘাতও হয়। কিন্তু এই নাক ডাকার সমস্যা থাকলে টাকা পাওয়া যাবে। এ রকম কথা শুনেছেন কখনও। সম্প্রতি এ রকম ঘটনা সামনে এসেছে। তা দেখে অবাক হচ্ছেন অনেকেই।

রাতে ঘুমের সময় যারা নাক ডাকে তাদের জন্যে এই সুবিধা এনেছে ব্রিটেন। সে দেশে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা রয়েছে। সেই সব পরিষেবার অধীনে রয়েছে পার্সোনাল ইনডেপেন্ডেন্স পেমেন্ট। এই স্কিমের অধীনেই টাকা দেওয়া হবে, যাঁরা রাতের বেলা ঘুমের ঘোরে নাক ডাকেন। প্রতি সপ্তাহে ওই স্কিমের অধীনে ব্রিটেন সরকার তাঁদের দেবে প্রায় ১৫ হাজার টাকা।

স্বাস্থ্য এবং মানসিক সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের জন্যে রয়েছে ব্রিটেন সরকারের পার্সোনাল ইনডেপেন্ডেন্স পেমেন্ট স্কিম। কিন্তু নাক ডাকার সমস্যায় এই স্কিমে কেন টাকা পাওয়া যাচ্ছে, সে প্রশ্ন উঠতে পারে আপনার মনে। আসলে নাক ডাকা এক রকমের সমস্যা। এই রোগকে বলা বয় অবস্ট্রাক্টটিভ স্লিপ অ্যাপনিয়া। ঘুমের সময় নাকের মধ্যে দিয়ে বায়ুচলাচলে বাধা পেলে এই সমস্যা দেখা দেয়। এই বাধার তারতম্য অনুযায়ী নাক ডাকার সমস্যারও ভিন্নতা দেখা যায়।

ব্রিটেনে হিডেন হেলথ ইলনেসের আওতায় পড়ে এই সমস্যা। নাক ডাকা ছাড়াও উদ্বিগ্নতা, ডায়াবেটিস, ডিপ্রেশন, চুল ওঠার মতো সমস্যা গুলিও ওই সমস্যার অধীনে তালিকাভুক্ত। সে দেশের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২ হাজার ২১৭ জন ব্রিটেনবাসী নাক ডাকার সমস্যার জন্য ভাতার আবেদন করেছেন। পার্সোনাল ইনডেপেন্ডেন্স পেমেন্ট স্কিমের অধীনে এই আবেদন করেছেন তাঁরা। প্রতি সপ্তাহে এই সমস্যার জন্যে নাম নথিভুক্ত করা যায় বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। তবে স্কিমের সুবিধা পাওয়ার আগে এক জন চিকিৎসক ওই সমস্যার পরীক্ষা করবে। তিন মাস ধরে সেই সমস্যা বজায় থাকলে প্রতি সপ্তাহে পাওয়া যাবে ১৫ হাজার টাকা।