S-400 Missile Deal: রাশিয়ান এস-৪০০ মিসাইল সিস্টেম নিয়ে ভারতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারকে অনুমোদন মার্কিন সংসদের

S-400 Missile: যেসব দেশ রাশিয়ার থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র কেনে তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করে আমেরিকা। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ২০১৬ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে এই আইন প্রণয়ন করা হয়েছিল।

S-400 Missile Deal: রাশিয়ান এস-৪০০ মিসাইল সিস্টেম নিয়ে ভারতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারকে অনুমোদন মার্কিন সংসদের
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2022 | 12:07 PM

ওয়াশিংটন: মার্কিন দ্য হাউজ অব রিপ্রেজেন্টেটিভ (US House of Representatives) ধ্বনি ভোটে আইনি সংশোধনী পাশ করেছে যেখানে ভারতে বিরুদ্ধে CAATSA নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে তারা সম্মত হয়েছে। চিনের মতো আগ্রাসী নীতিতে বিশ্বাসী দেশকে শায়েস্তা করতে রাশিয়ার থেকে এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছিল ভারত। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরেই আমেরিকার ‘শীতল’ সম্পর্কের কারণে ভারতের ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আলোচনা চলছিল। ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট নিয়ে আলোচনা করার সময় ধ্বনি ভোটের মাধ্যমে বৃহস্পতিবার এই সংশোধনী পাশ করা হয়েছে। ইন্দো-আমেরিকান কংগ্রেসম্যান আরও খান্না এই চিনের মতো আগ্রাসী শক্তিকে ঠেকানোর জন্য রাশিয়ার থেকে কেনা এই মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে ভারতের ওপর থেকে CAATSA নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাইডেন প্রশাসনের কাছে আবেদন করেছিলেন।

কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সরিজ থ্রু স্যানকশ অ্যাক্ট (Countering America’s Adversaries Through Sanctions Act ) অথবা CAATSA মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কঠোর আইন। যেসব দেশ রাশিয়ার থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র কেনে তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করে আমেরিকা। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ২০১৬ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে এই আইন প্রণয়ন করা হয়েছিল। ক্যালিফর্নিয়ার মার্কিন প্রতিনিধি খান্না বলেন, “চিনের আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার ভারতের পাশে দাঁড়ানো উচিত। ইন্ডিয়া ককাসের ভাইস চেয়ার হিসেবে আমি দেশগুলির মধ্যে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছি এবং নিশ্চিত করার চেষ্টা করছি যে ভারতীয় সেনা যেন সঠিকভাবে ভারত-চিন সীমান্তকে সুরক্ষিত রাখতে পারে।”

২০১৮ সালের অক্টোবর মাসে ৫ টি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে ৫০০ কোটি মার্কিন ডলার চুক্তি সই করেছিল ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রচ্ছন্ন হুমকির পর এই চুক্তি থেকে পিছপা হয়নি ভারত। এস-৪০০ মিসাইল সিস্টেম রাশিয়ার সবথেকে আধুনিক শক্তিশালী দূরপাল্লার মিসাইল সিস্টেম হিসেবে পরিচিত। ইতিমধ্যেই এই মিসাইল সিস্টেম কেনার জন্য তুরস্কের ওপর CAATSA নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।