Donald Trump: ‘আমি যদি নির্বাচিত না হই, তবে রক্তগঙ্গা বইয়ে দেব’, প্রচারে নেমে ভয়ঙ্কর হুমকি ট্রাম্পের

US President Election: ওহাইয়োয় নির্বাচনী প্রচারে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকার ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ হতে চলেছে। যদি তিনি নির্বাচিত না হন, তবে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকিও দেন। ট্রাম্প বলেন, "৫ নভেম্বর তারিখটা মনে রাখুন। আমার বিশ্বাস, এই দিনটা আমাদের দেশের ইতিহাস হতে চলেছে।"

Donald Trump: 'আমি যদি নির্বাচিত না হই, তবে রক্তগঙ্গা বইয়ে দেব', প্রচারে নেমে ভয়ঙ্কর হুমকি ট্রাম্পের
ওহাইয়োয় নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Mar 17, 2024 | 9:04 AM

ওয়াশিংটন: ২০২০ সালের পুনরাবৃত্তি হতে চলেছে আবার। ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রাট বনাম রিপাবলিকানদের লড়াই জমে উঠেছে। একের পর এক উপনির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জায়গা পাকা করে নিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দিলেন ভয়ঙ্কর হুমকি। প্রেসিডেন্ট নির্বাচনে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিলেন।

শনিবার ওহাইয়োয় নির্বাচনী প্রচারে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকার ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ হতে চলেছে। যদি তিনি নির্বাচিত না হন, তবে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকিও দেন। ট্রাম্প বলেন, “৫ নভেম্বর তারিখটা মনে রাখুন। আমার বিশ্বাস, এই দিনটা আমাদের দেশের ইতিহাস হতে চলেছে।”

মেক্সিকোয় চিনের গাড়ি উৎপাদন এবং তা আমেরিকানদের কাছে বিক্রি করার পরিকল্পনাকেও সমালোচনা করে তিনি বলেন, “আমি যদি নির্বাচিত হই, তবে ওরা ওই গাড়ি বিক্রি করার সুযোগ পাবে না।” একইসঙ্গে জো বাইডেনকে আমেরিকার সবথেকে খারাপ প্রেসিডেন্ট অ্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “এবার আমি যদি নির্বাচিত না হই, তবে রক্তগঙ্গা বইবে। গোটা দেশে রক্তগঙ্গা বইবে।”

বাইডেনের অভিবাসন নীতি নিয়েও তীব্র সমালোচনা করেন ট্রাম্প। বলেন, “লক্ষাধিক পরিযায়ীদের ওয়ার্ক পারমিট দিয়ে বাইডেন বারংবার আফ্রিকান-আমেরিকান ভোটারদের পিঠে ছুরি মেরেছে।”