USA: ভারতীয় ছাত্রের মাথায় ছুরির আঘাত, ‘গভীর উদ্বিগ্ন’ মার্কিন প্রশাসন
Indian Student Stabbed in Indiana: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বরুণের আরোগ্য কামনাও করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট বলেছে, এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় পুলিশকে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। অভিযুক্ত ব্যক্তিকে অবশ্য পুলিশ গ্রেফতার করেছে।
ওয়াশিংটন: মার্কিন যুক্করাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের এক জিমে, এক দুষ্কৃতীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ভারতীয় ছাত্র বরুণ রাজ পুচা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তিনি। এই হামলার ঘটনাযর বিষয়ে দুঃখ প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বরুণের আরোগ্য কামনাও করা হয়েছেয স্টেট ডিপার্টমেন্ট বলেছে, এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় পুলিশকে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, “ভারতীয় স্নাতক ছাত্র বরুণ রাজ পুচার বিরুদ্ধে নৃশংস হামলার খবরে আমরা গভীর উদ্বিগ্ন। আমরা তাঁর পূর্ণ আরোগ্য কামনা করছি। স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত করছে।”
বরুণ রাজ পুচা আদতে তেলঙ্গানার বাসিন্দা। এই ভারতীয় ছাত্র বর্তমানে পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় থাকে। গত বুধবার, সেখানকার এক জিমে তাঁর মাথা ছুরি দিয়ে আঘাত করে এক দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় তাঁকে এক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। অভিযুক্ত ব্যক্তিকে অবশ্য পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনার বিষয়ে আরও তদন্ত করছে তারা।