Viral Video : রেসট্র্যাকে ঘড়িয়াল দেখে ঘোড়ার কাণ্ডে হতবাক নেটপাড়া, দেখুন সেই ভিডিয়ো

Viral Video : আমেরিকার লুইসিয়ানার ডেল্টা ডাউনস রেসট্র্যাকে ঘড়িয়াল চলাফেরা করছে। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। সেখানে ঘোড়ার কাণ্ড দেখে হতবাক সকলে।

Viral Video : রেসট্র্যাকে ঘড়িয়াল দেখে ঘোড়ার কাণ্ডে হতবাক নেটপাড়া, দেখুন সেই ভিডিয়ো
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 7:21 PM

ওয়াশিংটন : রেস ট্র্য়াকের পরিচিত ছবি। অর্থাৎ, গ্য়াালরিতে লোক গিজগিজ করছে। আর মাঠে ছুটছে ঘোড়া। চরম উত্তেজনা গ্যালারিতে বসে থাকা রেসের খেলোয়াড়দের। কার বাজি লাগানো ঘোড়া এগিয়ে যায় আর কোন ঘোড়া পিছিয়ে পড়ে তা নিয়ে উত্তেজনায় বুদ হয়ে থাকেন রেসাররা। কিন্তু এবার রেস ট্র্য়াকে ভিন্ন ছবিই ধরা পড়ল। আমেরিকার লুইসিয়ানার ডেল্টা ডাউনস রেসট্র্যাকের ঘটনা। এই রেসট্র্যাকে সম্প্রতি বিনা আমন্ত্রণে একটি ঘড়িয়ালকে (Alligator) চলাফেরা করতে দেখা যায়। সেই ভিডিয়োই ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।

সম্প্রতি রেসট্র্যাকের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এই ঘড়িয়ালটির ডাকনাম মার্টি। ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, মার্টি রেসট্র্যাকের উপর দিয়ে চলাফেরা করছে। এদিকে তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছে সেখানে উপস্থিত এক ঘোড়া। সামনে দিয়ে ট্র্যাক অতিক্রম করছে মার্টি। তাকে দেখে ছটফট করে উঠছে ঘোড়া। পিছন ফিরে পালাতেও চেষ্টা করছে। এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এবং ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঠিক আছে, এটি এমন কিছু নয় যা আপনি প্রতিদিন ট্র্যাকে দেখেন…।’ এই ভিডিয়ো শেয়ার করে বহু মানুষজন বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ঘোড়াটির তার পরিচালকের থেকে অনেক বেশি বোধ ছিল। অনেকে এই ভিডিয়ো নিয়ে জোকস ও তৈরি করেছেন।

তবে আমেরিকাতে এই ঘটনা নতুন নয়। এর আগেও বাসস্থান বা অন্যান্য বিল্ডিংয়ের কাছাকাছি একটি ঘড়িয়ালের চলাফেরা করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ফ্লোরিডায় এরকম ঘড়িয়ালের ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সেই সরীসৃপটি জলাশয়ে ডুব দেওয়ার আগে ঘাসের মধ্য়ে চলাফেরা করছিল। কিছু মাস আগেই ফ্লোরিডার একটি স্কুলের পড়ুয়ারা পুলে একটি ঘড়িয়ালকে সাঁতার কাটতে দেখে হতবাক হয়ে গিয়েছিল। সেই ভিডিয়োটিও সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা সৃষ্টি করেছিল।