Woman Sues Company: ৩.৫ মিনিটে তৈরি হয়নি পাস্তা, সংস্থার বিরুদ্ধে ৪০ কোটি টাকার মামলা মহিলার

Woman Sues Company: ৩.৫ মিনিটে তৈরি হয়নি পাস্তা। পাস্তা প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে মামলা করলেন এক মহিলা।

Woman Sues Company: ৩.৫ মিনিটে তৈরি হয়নি পাস্তা, সংস্থার বিরুদ্ধে ৪০ কোটি টাকার মামলা মহিলার
ছবি সৌজন্যে: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2022 | 6:45 AM

ফ্লোরিডা: ২ মিনিটে ম্যাগি! এইভাবেই বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে ম্যাগি কোম্পানির ইনস্ট্যান্ট নুডলসের। তবে সত্যিই ২ মিনিটে খাওয়ার উপযুক্ত ম্যাগি তৈরি হয়ে যায় কি না তা হয়তো আমরা অনেকেই ঘড়ি ধরে খেয়াল করি না। তবে এই ২ মিনিটে ম্যাগি ট্যাগ লাইনেই দেদার বিকোচ্ছে ম্যাগি। তবে শুধু ম্যাগিই নয়। একাধিক নুডলস প্রস্তুতকারক সংস্থা এই নিজেদের পণ্য বিপণনের ক্ষেত্রে সময়টাকেই গুরুত্ব দিয়ে থাকে। তবে নিজেদের পণ্যে সময় উল্লেখ করার ফলেই এবার ফ্যাসাদে পড়তে হল এক মার্কিন সংস্থাকে। আমেরিকার ফ্লোরিডার এক বাসিন্দা ক্রাফট হেইনজ নামক আমেরিকার খাদ্য সংস্থার বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলারের মামলা করেছেন। ভারতীয় অঙ্কে যা ৪০ কোটি টাকার সমান। তবে এর পিছনে কারণ কী?

জানা গিয়েছে, এই সংস্থার ব্র্যান্ডের তরফে উল্লেখিত সময়ের মধ্যে পাস্তা তৈরি হয়নি। এই বিষয়ে কিছুটা রেগেই গিয়েছিলেন মহিলা। তাই শেষ পর্যন্ত এই পথই বেছে নিলেন তিনি। গত ১৮ নভেম্বর ক্রাফ্ট হেইনজ় কোম্পানির(KHC) বিরুদ্ধে মামলা করেন আমান্ডা ব়্যামিরেজ়। তাঁর মূল অভিযোগ, এই সংস্থা উল্লেখ করেছে, ভেলভিটা মাইক্রোওয়েভেবল ম্যাক এবং চিজ় কাপ তৈরি করতে সময় লাগবে ৩.৫ মিনিট। কিন্তু আদতে সাড়ে তিন মিনিটে তা তৈরি হয় না। তাঁর অভিযোগ এই সংস্থা ফেডেরাল আইন লঙ্ঘন করেছে।

প্যাকেজিং বাক্সে পরিষ্কার লেখা থাকে, ভেলভিটা শেলস অ্যান্ড চিজ় সাড়ে তিন মিনিটেই তৈরি হয়ে যায়। মাইক্রোওয়েভে ম্যাকারোনি পাস্তা তৈরির জন্য ঠিক ততটাই সময় লাগে। তবে এর অন্যথা হওয়ায় ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের জন্য আমেরিকা ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলা দায়ের করেছেন ওই মহিলা। সেই মামলা অনুযায়ী, এই পাস্তা তৈরিতে আরও অনেক পদ্ধতি থাকে তাই উল্লেখিত সময়ের মধ্যে তা তৈরি হয় না। আরেকটু বেশিই সময় লাগে।