Arunachal Pradesh: ভারতের হুঁশিয়ারি শুনে অরুণাচলকে নিজেদের এলাকা বলে ‘কাঁদুনি’ চিনের
China: নিজেদের দাবি থেকে পিছিয়ে এল না চিন। অরুণাচলের ১১টি এলাকার নামবদলের পক্ষে সওয়াল করতে গিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন, জাংনান’ চিনের অংশ। তাই এর নামবদল করা চিনের ‘সার্বভৌম্য অধিকার’।
![Arunachal Pradesh: ভারতের হুঁশিয়ারি শুনে অরুণাচলকে নিজেদের এলাকা বলে 'কাঁদুনি' চিনের Arunachal Pradesh: ভারতের হুঁশিয়ারি শুনে অরুণাচলকে নিজেদের এলাকা বলে 'কাঁদুনি' চিনের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/04/india-china.jpg?w=1280)
বেজিং: অরুণাচল প্রদেশের ১১টি এলাকায় চিনের নামবদল নিয়ে কড়া বার্তা দিয়েছিল ভারত। চিনের নামকরণ খারিজ করে মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাফ বলেছিলেন, “এই রাজ্য সর্বদা ভারতেরই অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।” কিন্তু তার পরও নিজেদের দাবি থেকে পিছিয়ে এল না চিন। অরুণাচলের ১১টি এলাকার নামবদলের পক্ষে সওয়াল করতে গিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন, জাংনান’ চিনের অংশ। তাই এর নামবদল করা চিনের ‘সার্বভৌম্য অধিকার’। চিনের এই উস্কানিমূলক পদক্ষেপ ঘিরে ভারত-চিন সীমান্তে ফের উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ডোকালাম, প্যাংগং হ্রদ, তাওয়াং- অতীতে ভারত সীমান্তের আশপাশের এই সব এলাকার দখল নিতে বার বার চেষ্টা চালিয়েছে চিন। ভারতীয় সেনার তৎপরতা চিনের এই উদ্দেশ্যকে সফল হতে দেয়নি।
অরুণাচল প্রদেশের ১১টি এলাকার নাম বদলানোর পরই চিনের এই পদক্ষেপকে তীব্র ভাষায় সমালোচনা করে ভারত। অরুণাচল যে ভারতের অংশ তা সাফ জানিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গেই চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিংকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-কে মাও নিং বলেছেন, “জাংনান অঞ্চল চিনের অংশ। সে জন্যই চিনা সরকার প্রশাসনিক সুবিধার্থে জাংনানের কয়েকটি এলাকার নাম পরিবর্তন করেছে। এটা চিনের সার্বভৌম অধিকার।”
চিন সরকার রবিবার একটি অরুণাচল প্রদেশের ১১টি এলাকার নাম পরিবর্তন করেছিল। ভারতের এই রাজ্যকে চিন ‘জাংনান’ বলে। যা তাঁরা ‘দক্ষিণ তিব্বতের অংশ’ বলে দাবি করে। কিন্তু অরুণাচের নাম পরিবর্তন করতে চিনের এই উদ্যোগ এই প্রথম নয়। এর আগেও চিনের তরফে এ ধরনের পদক্ষেপ করা হয়েছিল। ২০১৭ সালে অরুণাচলের ৬টি এলাকার নাম পরিবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ করে চিন। ২০২১ সালে ১৫টি এলাকার নাম পরিবর্তন ঘিরে একই পথে হেঁটেছিল বেজিং। ২০২৩ সালের এপ্রিলে চিন একই কাজ করার পরই গর্জে ওঠে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এক বিবৃতিতে জানান, “চিনের এই ধরনের পদক্ষেপ এটাই প্রথম নয়। আমরা সরাসরি এটা প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশের সর্বদা ভারতের অন্তর্ভুক্ত ও অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। অন্য নামকরণ করার প্রচেষ্টা করে এটার বদল ঘটাতে পারবে না।”
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)