অর্থমন্ত্রী হিসেবে চতুর্থ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ করোনা পরিস্থিতিতে আরও একটা বাজেট পেশ হতে চলেছে। তাই বেশ কিছু ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আয়কর সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু প্রত্যাশা রয়েছে বেতনভুক কর্মীদের। ওয়ার্ক ফ্রম হোমের কথা মাথায় রেখে কর্মীদের বাড়িতে কাজ করার খরচের জন্য আয়কর কিছু ছাড় দেওয়া হতে পারে।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবীমায় গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবীমার সুবিধা যাতে আরও বেশি কর্মীরা পেতে পারে সে দিকে নজর দেওয়া হতে পারে।
করোনা পরিস্থিতিতে হসপিটালিটি সেক্টরে বিশেষ প্রভাব পড়েছে। বিশেষত রেস্তোরাঁ বা পর্যটন ব্যবসা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সে কথা মাথায় রেখে বাজেটে রয়েছে বিশেষ প্রত্যাশা। রেস্তোরাঁর মালিকদের আশা লকডাউনের জন্য যাতে নতুন করে আর ক্ষতির মুখে পড়তে না হয়, সে দিকে নজর দেবে সরকার।
বাজেট থেকে প্রবীণ নাগরিকদের অনেক দাবি রয়েছে। তাঁরা পোস্ট অফিসের বিনিয়োগে সময়সীমা বাড়ানোর দাবিও তুলছেন। এছড়াও তাঁদের আশা সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) বিনিয়োগের সময়সীমা সরিয়ে দেবে।
বাজেটে মহিলাদের সুস্থতার উপর জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই স্যানিটারি প্যাডের উপর কর ছাড় দিয়েছে সরকার। তবে এর পাশাপাশি স্যানিটারি প্যাড তৈরি এবং তার প্যাকেজিংয়েও কর ছাড়ের সুবিধা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
বাড়তে পারে কৃষকদের আয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের কৃষকরা বেশ কিছু আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এবারের বাজেটে এই যোজনায় কৃষকদের আর্থিক সুবিধার পরিমান বাড়াতে পারে সরকার। এই যোজনার মাধ্যমে কৃষকদের বছরে ছ হাজার টাকা দেওয়া হয়ে থাকে। তা বাড়িয়ে আট হাজার টাকা করা হতে পারে।