Train Ticket Rules: এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়ে লোকাল ট্রেনে উঠতে পারবেন? জেনে নিন নিয়ম
Indian Railways: রেলের তথ্য় অনুযায়ী, প্যাসেঞ্জার ট্রেনের টিকিট দিয়ে আপনি যেমন শুধু লোকাল ট্রেনেই চাপতে পারবেন, অন্য়দিকে এক্সপ্রেস বা মেইল ট্রেনের টিকিট দিয়ে আপনি লোকাল ট্রেনেও চড়তে পারবেন। যেহেতু আপনি বেশি দামের টিকিট নিয়ে ভ্রমণ করছেন, সেক্ষেত্রে আপনাকে কোনও জরিমানা দিতে হবে না। তবে এক্ষেত্রেও বেশ কিছু নিয়ম রয়েছে।
কলকাতা: যারা নিত্যদিন ট্রেনে যাতায়াত করেন, তারা মোটামুটি সড়গড় রেলেওয়ের বিভিন্ন নিয়ম সম্পর্কে। অনেকে আবার কোন ট্রেন কখন আসবে, তা মুখস্থ থাকলেও, রেলের কোনও নিয়ম ভাঙলে কত জরিমানা দিতে হয়, সে বিষয়ে জানেন না। ট্রেনের টিকিটের (Train Tickets) ক্ষেত্রেও রয়েছে একাধিক রকমফের ও নিয়ম রয়েছে।
সাধারণত ট্রেনের দুই ধরনের টিকিট হয়, মেইল বা এক্সপ্রেস ট্রেনের (Express Train Ticket) এবং প্যাসেঞ্জার বা লোকাল ট্রেনের (Passenger Train Ticket)। এর মধ্যে আপনি প্যাসেঞ্জার ট্রেনের টিকিট কাটেন, তবে সেই টিকিট দিয়ে কেবল প্যাসেঞ্জার বা লোকাল ট্রেনেই চাপতে পারবেন। দূরপাল্লার কোনও ট্রেনে চাপলে মোটা টাকা জরিমানা দিতে হবে আপনাকে। জরিমানা দিতে অস্বীকার করলে সাজার মুখেও পড়তে পারেন। কিন্তু আপনি কি এক্সপ্রেস বা মেইল ট্রেনের টিকিট নিয়ে লোকাল ট্রেনে চড়তে পারবেন?
রেলের তথ্য় অনুযায়ী, প্যাসেঞ্জার ট্রেনের টিকিট দিয়ে আপনি যেমন শুধু লোকাল ট্রেনেই চাপতে পারবেন, অন্য়দিকে এক্সপ্রেস বা মেইল ট্রেনের টিকিট দিয়ে আপনি লোকাল ট্রেনেও চড়তে পারবেন। যেহেতু আপনি বেশি দামের টিকিট নিয়ে ভ্রমণ করছেন, সেক্ষেত্রে আপনাকে কোনও জরিমানা দিতে হবে না। তবে এক্ষেত্রেও বেশ কিছু নিয়ম রয়েছে।
আপনি এক্সপ্রেস বা মেইল ট্রেনের টিকিট দিয়ে লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবেন যদি-
- আপনার এক্সপ্রেস ট্রেনের গন্তব্য যেদিকে, সেই দিকেই লোকাল ট্রেনটি যায়। ধরা যাক, আপনার কাছে হাওড়া-পুরী এক্সপ্রেস ট্রেনের টিকিট রয়েছে। তবে ওই রুটের কোনও লোকাল ট্রেনে আপনি চড়তে পারবেন বিনা বাধায়।
- আপনার টিকিট যত দূর অবধি কাটা, সেই গন্তব্য অবধি যাত্রা করলে আপনাকে কোনও জরিমানা দিতে হবে না। অর্থাৎ আপনার ধরুন, খড়্গপুর অবধি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা রয়েছে। এক্ষেত্রে আপনি লোকাল ট্রেনেও ওই গন্তব্যের থেকে বেশি দূরে ভ্রমণ করতে পারবেন না।