Delhi Excise Policy: বার, রেস্তোরাঁতে মদের দাম বাড়বে? আবগারি নীতি লাগু হতেই আতঙ্কে সুরাপ্রেমীরা
Excise Policy: যে সব সুরাপ্রেমীরা ক্লাব, বার অথবা রেস্তোরাঁতে গিয়ে মদ বা ককটেল দিয়ে গলা ভেজাতে পছন্দ করেন, তাদের মাথায় বাড়তি খরচের বোঝা চাপতে পারে বলেই মনে করা হচ্ছে।
নয়া দিল্লি: মদ সরবরাহকারী ও বিক্রেতাদের অসন্তোষের কারণে দিল্লির আম আদমি পার্টি সরকার রাজধানীতে চালু হওয়া ২০২১-২২ আবগারি নীতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে দিল্লিতে আগামী কয়েক সপ্তাহে মদ সরবরাহ ও জোগানে ঘাটতির আশঙ্কা প্রবল হয়েছে। নয়া আবগারি নীতি তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই রাজধানীর বিভিন্ন মদের দোকানে সুরাপ্রেমীদের বিশাল লাইন চোখে পড়েছে। একটার সঙ্গে একটা ফ্রি অফারের সুযোগ থেকে বঞ্চিত হতে চাননি সুরাপ্রেমীরা। নতুন আবগারি নীতি তুলে নেওয়ার কারণে নতুন করে দিল্লির ৪৫০টি মদের দোকান বন্ধ হয়ে যাবে বলেই জানা গিয়েছে। মদের দোকানগুলি কবে খুলবে সেই নিয়ে স্পষ্ট করে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
দোকান বন্ধ থাকার কারণে গোটা শহরে মদ-সংকট ব্যাপক আকার ধারণ করতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে শুধুমাত্র মদের দোকানই নয়, অরবিন্দ কেজরীবাল সরকারের নতুন আবগারি নীতি তুলে নেওয়ার সিদ্ধান্তে দিল্লির যেসব ক্লাব, বার, রেস্তোঁরা পাইকারী হারে মদ কিনে থাকে, সেখানেও মদের সরবরাহ বন্ধ থাকবে। যার অর্থ এখন বার ও রেস্তোরাঁগুলির জন্য সরকার যদি বিকল্প কোনও বন্দোবস্ত না করে তবে, মদের সরবরাহ পেতে কর্তৃপক্ষকে দিল্লি এনসিআরের অন্তর্গত নয়ডা, গুরুগ্রামের মতো অঞ্চলগুলিতে যেতে হবে। মনে রাখা প্রয়োজন, উত্তর প্রদেশ ও হরিয়ানাতে মদের দাম দিল্লির তুলনায় বেশি।
যে সব সুরাপ্রেমীরা ক্লাব, বার অথবা রেস্তোরাঁতে গিয়ে মদ বা ককটেল দিয়ে গলা ভেজাতে পছন্দ করেন, তাদের মাথায় বাড়তি খরচের বোঝা চাপতে পারে বলেই মনে করা হচ্ছে। বেশ কয়েক মাস ধরে এই সমস্যা চলবে বলেই মনে করা হচ্ছে। মদের দোকান খোলা নিয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত অবধি সুরাপ্রেমীদের অনেকের বঞ্চিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। উল্লেখ্য, সোমবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা আপ সরকার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মদের দোকান, হোটেল ও বারের লাইসেন্সের মেয়াদ একমাস বৃদ্ধির সিদ্ধান্তকে অনুমোদন করেছেন। তবে রাজধানী দিল্লির এই মদ-সংকট কয়েক সপ্তাহের মধ্যেই কেটে যেতে পারে বলে মনে করছেন অনেকে। অনেকের মতে, সরকার নিশ্চয়ই বিকল্প কোনও ব্যবস্থা নেবে।