PM Kisan eKYC Deadline : e-KYC-র ডেডলাইন শেষ, এরপর কী করবেন পিএম কিষাণের সুবিধাভোগীরা?
PM Kisan eKYC deadline ends : পিএম কিষাণের জন্য e-KYC এর সময়সীমা শেষ হয়ে গিয়েছে। ৩১ জুলাই অবধি করা যেত e-KYC।
১১ তম কিস্তির পর এবার পালা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি (PM Kisan) প্রকল্পের ১২ তম কিস্তির টাকা পাওয়ার। তবে এর জন্য করতে হত e-KYC। তার জন্য় নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। ৩১ জুলাইয়ের মধ্যে তা করে ফেলতে হত। তবে সেই ডেডলাইন ফুরিয়ে গিয়েছে, এখন কী করতে হবে তার জন্য কেন্দ্রের পরবর্তী ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।
পিএম কিষাণ ওয়েবসাইটে তিনটি বিষয়ের উল্লেখ করা হয়েছে :
- পিএম কিষাণের অধীনে রেজিস্টার্ড কৃষকদের জন্য e-KYC বাধ্যতামূলক। OTP-র মাধ্যমে e-KYC পিএম কিষাণ পোর্টালে উপলব্ধ।
- বায়োমেট্রিকের মাধ্যমে e-KYC-র জন্য কাছাকাছি সিএসসি সেন্টারে যাওয়া যেতে পারে।
- ৩১ জুলাই অবধি e-KYC এর দিন বাড়ানো হয়েছে।
- ৩১ জুলাই ডেডলাইন থাকলেও এক্ষেত্রে উল্লেখ্য, OTP-র মাধ্যমে আধার কার্ড ব্যবহার করে e-KYC তে এখনও ক্লিক করা যাচ্ছে। যদি খোলা থাকে কীভাবে করবেন e-KYC।
- পিএম ওয়েবসাইটে যান
- সেখানে কৃষকদের কর্নারে যান
- e-KYC ট্যাবে ক্লিক করুন
- আপনার আধার নম্বর লিখুন এবং অনুসন্ধান ট্যাবে ক্লিক করুন
- আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ৪ অঙ্কের OTP যাবে
- সাবমিট OTP-তে ক্লিক করুন
- আপনার KYC প্রক্রিয়া সম্পূর্ণ হবে
উল্লেখ্য, যদিও সরকারিভাবে e-KYC প্রক্রিয়ার মেয়াদ বাড়ানোর কোনও ঘোষণা করা হয়নি। এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না, e-KYC প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে কী করবেন এই প্রকল্পের সুবিধাভোগী কৃষকরা। আপাতত এই সংক্রান্ত কেন্দ্রের পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে কৃষকদের।