Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Ticket: ট্রেন মিস করলে ওই টিকিটেই অন্য ট্রেনে ভ্রমণ করতে পারেন, কীভাবে জানেন?

Indian Railways: ট্রেন ছাড়ার অন্তত আধ ঘণ্টা আগেই স্টেশনে পৌঁছে যাওয়া উচিত। তবে কোনও কারণে দেরি হয়ে গেলে হাতছাড়া হয়ে যায় ট্রেন। এক্ষেত্রে মহা ফাঁপরে পড়েন যাত্রীরা। তবে চিন্তার কারণ নেই। ভারতীয় রেলওয়ের এমন এক নিয়ম আছে, যাতে আপনি এক ট্রেনের টিকিটে অন্য ট্রেনে যাতায়াত করতে পারেন।

Train Ticket: ট্রেন মিস করলে ওই টিকিটেই অন্য ট্রেনে ভ্রমণ করতে পারেন, কীভাবে জানেন?
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Nov 08, 2024 | 3:27 PM

নয়া দিল্লি: দূরে কোথাও ঘুরতে গেলে অনেকেই ভরসা করেন ট্রেনের উপরে। দেশের লাইফলাইন বলে গণ্য করা হয় ভারতীয় রেলওয়েকে। ট্রেনে ভ্রমণ করলেও অনেকেই রেলওয়ের বিভিন্ন নিয়ম সম্পর্কে অবগত নন। আপনি কি জানেন, কোনও কারণে যদি আপনি ট্রেন মিস করেন, তবে ওই টিকিটেই অন্য ট্রেনে চড়তে পারেন? কীভাবে একই টিকিটে অন্য ট্রেনে ভ্রমণ করা যায়, জানুন বিস্তারিত নিয়ম।

ট্রেন ছাড়ার অন্তত আধ ঘণ্টা আগেই স্টেশনে পৌঁছে যাওয়া উচিত। তবে কোনও কারণে দেরি হয়ে গেলে হাতছাড়া হয়ে যায় ট্রেন। এক্ষেত্রে মহা ফাঁপরে পড়েন যাত্রীরা। তবে চিন্তার কারণ নেই। ভারতীয় রেলওয়ের এমন এক নিয়ম আছে, যাতে আপনি এক ট্রেনের টিকিটে অন্য ট্রেনে যাতায়াত করতে পারেন।

কী সেই নিয়ম?

যদি আপনি ট্রেন মিস করেন, তবে আপনি একই রুটের অন্য ট্রেনে উঠতে পারেন। এর জন্য আপনাকে নতুন টিকিট কাটতে হবে না। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে। জেনারেল টিকিট থাকলে, তবেই আপনি এই সুবিধা পাবেন। আপনার কাছে জেনারেল টিকিট থাকলে এবং আপনি ট্রেন মিস করলে, একই গন্তব্যে যাওয়া বা একই রুটের অন্য কোনও ট্রেনে আপনি ওই টিকিট দেখিয়ে উঠতে পারেন।

রিজার্ভেশন বা আরএসি থাকা যাত্রীরা কিন্তু এই সুবিধা পাবেন না। আপনি যদি জেনারেল টিকিট নিয়ে অন্য ক্লাসে (যেমন স্লিপার বা এসি কোচ) ভ্রমণ করার চেষ্টা করেন, তাহলেও কিন্ত জরিমানা দিতে হবে।

রিজার্ভেশনের যাত্রীরা কী করবেন?

যদি কোনও যাত্রীর কাছে রিজার্ভ টিকিট থাকে এবং কোনও কারণে ট্রেন মিস করেন, তবে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী আপনি টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টার মধ্যে টিডিআর (TDR) ফাইল করতে হবে। ট্রেন এবং কোন শ্রেণি বা ক্লাসের টিকিট, তার উপর নির্ভর করে টিকিটের কিছু মূল্য কাটছাঁট করে ফেরত দেওয়া হয় রেলের তরফে।

যদি আরএসি টিকিট থাকে, তবে আপনি ওই টিকিটে অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। অন্য ট্রেনে ভ্রমণ করার জন্য আপনাকে নতুন টিকিট কাটতে হবে।