Fixed Deposit: অবসর গ্রহণের পরেও দুর্দান্ত আয়ের সুযোগ, এই ব্যাঙ্কগুলি এফডি-তে ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে

Fixed Deposit for senior citizens: আজকাল ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে ভাল সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা এফডিতে অন্যান্যদের থেকে বেশি সুদ পাচ্ছেন। অনেক ব্যাঙ্ক ৮ শতাংশেরও বেশি সুদ দিচ্ছে।

Fixed Deposit: অবসর গ্রহণের পরেও দুর্দান্ত আয়ের সুযোগ, এই ব্যাঙ্কগুলি এফডি-তে ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 8:10 AM

আপনি কি অবসরের বয়সেও আপনার সঞ্চয় থেকে ভাল উপার্জন করতে চান? তাহলে আপনি এই ৩টি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে বিনিয়োগ করতে পারেন। এখানে ৮ শতাংশের বেশি সুদ পাবেন।

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক তার কিছু সিনিয়র সিটিজেন গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে ৮.৮৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। ব্যাঙ্কের PSB-Utkarsh FD-এর ২২২ দিনের ফিক্সড প্ল্যানে শুধুমাত্র সুপার সিনিয়র সিটিজেনরা এই সুদ পাবেন। এই ব্যাঙ্কে এফডি করলে সাধারণ মানুষ সুদ পাবেন ৮ শতাংশ ।

প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে যে ব্যাঙ্কগুলি ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে, তার মধ্যে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়াও রয়েছে। প্রবীণ নাগরিকরা 800 দিনের মেয়াদে ৫ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে ৭.৮০ শতাংশ সুদ পাবেন। সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই হার ৮.০৫ শতাংশ।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৬৬৬ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে। অন্যদিকে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এই সুদের হার ৮.০৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন।