Gold Price Today : গত এক সপ্তাহে সর্বনিম্ন সোনার দাম, জানুন আজকের সোনা-রুপোর দর
Gold Price Today : পরপর দু'দিন কমল সোনার দামে। গত এক সপ্তাহে এদিন সর্বনিম্ন রয়েছে হলুদ ধাতুর দর। এদিকে দাম কমেছে রুপোরও।
কলকাতা : পরপর দু’দিন কমল হলুদ ধাতুর দাম। গতকালও দাম কমেছিল সোনার। বুধবার বাজার খুলতেই দাম কমে সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৮০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২১০ টাকা। এদিন সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। ১ কেজি রুপোর দাম কমেছে ৫০০ টাকা।
বুধবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৫০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৫,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৪৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৮০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৮,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বুধবার বাজার খুলতেই দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৮০ টাকা। গতকালও দাম কমেছিল হলুদ ধাতুর। গত এক সপ্তাহে সর্বনিম্ন হল সোনার দাম। এদিন সোনার সঙ্গে তাল মিলিয়ে কমেছে রুপোর দামও।
এদিন বিশ্ব বাজারে সামান্য দাম কমেছে সোনার। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৩৮.৮৫ মার্কিন ডলার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮২৭.৫৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,০২৩.১৫ টাকা। তবে বাড়ল কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ৫৮.৩০ টাকা। আর আজ পিসি জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৪.৯০ টাকা।