Gold Price Today: একদিনে ১০০০ টাকা সস্তা হল সোনা! বেতন ঢুকলে এখনই দৌড় লাগান দোকানে

Gold-Silver Rate in Kolkata: পুজোয় জামা-কাপড় কেনার আগে নিজের জন্য সোনা কিনে রাখুন। এতে পুজোয় নতুন সাজে সাজতেও পারবেন, আবার ভবিষ্যত সুরক্ষিতও হবে। আজ, শুক্রবার বেশ কিছুটা দাম কমল সোনার।

Gold Price Today: একদিনে ১০০০ টাকা সস্তা হল সোনা! বেতন ঢুকলে এখনই দৌড় লাগান দোকানে
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Aug 30, 2024 | 12:06 PM

কলকাতা: মাসের শেষ। ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে বেতন ঢুকে গিয়েছে। পুজোর কেনাকাটাও শুরু করে দিয়েছেন অনেকে। তবে পুজোয় জামা-কাপড় কেনার আগে নিজের জন্য সোনা কিনে রাখুন। এতে পুজোয় নতুন সাজে সাজতেও পারবেন, আবার ভবিষ্যত সুরক্ষিতও হবে। আজ, শুক্রবার বেশ কিছুটা দাম কমল সোনার। আর সোনার থেকেও বেশি সস্তা হয়েছে রুপো। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭০৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৭ হাজার ৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭০ হাজার ৫০ টাকা। গতকালের তুলনায় ১ হাজার টাকা কমেছে সোনার দাম।

২৪ ক্যারেট সোনার দাম-

আজ ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৭৩১৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩ হাজার ১৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০০ টাকা কমেছে সোনার দাম।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৮৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৮৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৪৮ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় ৮০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার মতো রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৮০০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৮৮ হাজার টাকা। গতকালের তুলনায় আজ ৫০০ টাকা দাম কমেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)