Gold Price Today : চারদিনে সবচেয়ে সস্তা হল সোনা, লক্ষ্মীবারে দর কত হলুদ ধাতুর?

Gold Price Today : বৃহস্পতিবার গত চারদিনে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। এদিন দাম কমেছে রুপোর। গত ২০ দিনে সবচেয়ে সস্তা হল রুপো।

Gold Price Today : চারদিনে সবচেয়ে সস্তা হল সোনা, লক্ষ্মীবারে দর কত হলুদ ধাতুর?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2022 | 1:17 PM

কলকাতা : পরপর দু’দিন দাম কমেছিল সোনার। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছিল ১৫০ টাকা। গতকালও তা আরও ১০০ টাকা কমেছিল। তবে বৃহস্পতিবারে কোনও ওঠা-নামা নেই হলুদ ধাতুর দামে। গতকালের দামেই এদিন সোনার গয়না কিনতে পারবেন গয়না প্রেমীরা। লক্ষ্মীবারে সোনার দামে পরবির্তন না হলেও কমল রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৯০০ টাকা।

বৃহস্পতিবার দুপুর ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৯০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৩২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৯০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৯,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২২৫ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৮০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,২৫০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২২,৫০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৭০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

লক্ষ্মীবারে দাম কমল না সোনার। গতকালের দামই এদিন বজায় রইল। গত চারদিনে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। গত ২০ দিনে সবচেয়ে সস্তা হল রুপো।

বৃহস্পতিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৬৬.৩২ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবারে প্রতিবেদনটি লেখার সময় সামান্য কমেছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৪৮১.৩৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭১.১০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দামও বেড়ে হয়েছে ৬৮.৭৫ টাকা।