Gold Price Today : মঙ্গলেই আশা ভঙ্গ! ফের লাফিয়ে বাড়ল সোনার দাম
Gold Price Today : মঙ্গলবার অনেকটা হারে দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা।
কলকাতা : মাসের প্রথম দিনে চওড়া হাসি ছিল গয়না ক্রেতাদের মুখে। কারণ দাম কমেছিল সোনা-রুপোর। কিন্তু সেই হাসি দীর্ঘস্থায়ী হল না। সপ্তাহের দ্বিতীয় দিনেই দাম বাড়ল সোনার। মঙ্গলবার বেশ খানিকটা হারে দাম বেড়েছে সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৭০ টাকা। সোনার দাম বাড়লেও রুপোর দামে কোনও হেরফের দেখা যায়নি এদিন।
মঙ্গলবার বিকেল ৪ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৩৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৮৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৩৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৩,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৬৫ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৩২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৬৫০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৬,৫০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৮,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
সোমবার দিনের শুরুতেই দাম কমেছিল সোনার। তবে মঙ্গলবারই বেশ খানিকটা দাম বেড়েছে সোনার। ৫ জুলাই থেকে এদিন পর্যন্ত সর্বোচ্চ রইল সোনার দাম। প্রায় একমাসে সর্বোচ্চ রইল হলুদ ধাতুর দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা। সোনার দাম বাড়লেও এদিন রুপোর দামে কোনও হেরফের হয়নি।
বিগত এক মাস বিভিন্ন সময়ে বিশ্ব বাজারে দাম কমেছিল সোনার। তবে ফের আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী সোনার দাম। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৭১.১৩ মার্কিন ডলার। গতকাল তা ছিল ১,৭৫৯.৮৭ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
মঙ্গলবার দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। প্রতিবেদনটি লেখার সময় টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৩৮৪.২৫ টাকা। গতকালে এই শেয়ারের দাম ছিল ২,৩৫০.৮০ টাকা। মঙ্গলবার কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৬৫.৭৫ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৫১.৫৫ টাকা।