PM Kisan Yojna: প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি প্রকল্পে কীভাবে নথিভুক্ত করবেন নিজের নাম? জেনে নিন
PM Kisan Samman Nidhi: প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojna) আওতায় প্রত্যেক পরিবারকে বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়।
নয়া দিল্লি: নতুন বছরের প্রথম দিনই প্রধানমন্ত্রী কিষান যোজনার দশম কিস্তির টাকা উপভোগ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojna) আওতায় প্রত্যেক পরিবারকে বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়। বছরে ২ হাজার টাকা করে তিনবার প্রকল্পের সুবিধা পান উপভোক্তারা। আগে যেসব কৃষকদের ২ হেক্টর অবধি জমি ছিল তাঁরাই এই প্রকল্পের সুবিধা পেতেন। তবে বর্তমানে ক্ষুদ্র জমির মালিকানাধীন কৃষকরাও এই প্রকল্পের সুবিধা পান।
কীভাবে এই প্রকল্পে নথিভূক্ত করবেন নিজের নাম?
১. প্রথমেই আপনাকে www.pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২. ওয়েবসাইট খোলার পর ‘Farmers corner’ এ ক্লিক করতে হবে।
৩. এরপর ‘new farmer registration’ এ ক্লিক করুন।
৪. রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে।
৫. এবার নিজের সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে ‘submit’ এ ক্লিক করতে হবে।
৬. ভবিষ্যতে ব্যবহারের জন্য ফর্মের কপি সেভ করে রাখুন।
নাম নথিভুক্তকরনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
১. জমির আসল কাগজ
২. আবেদনকারীর ব্যাঙ্কের পাসবুক
৩. ভোটার আইডি কার্ড (Voter ID Card)
৪. পাসপোর্ট সাইজ ছবি (Passport Size Photo)
৫. আবেদনকারীর পরিচয় পত্র (Identity Proof)
৬. ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট (Driving license certificate)
৭. জমির মালিকানা সংক্রান্ত বিস্তারিত বিবরণ (Land ownership details)
৮. ঠিকানার প্রমাণপত্র (Residence certificate)