Lok Sabha Election: ভারতই ফার্স্ট বয়! পিছিয়ে পড়ল আমেরিকাও, ভোটের বাজারে অবিশ্বাস্য রেকর্ড
Lok Sabha Election: বিজেপি থেকে সমাজবাদী পার্টি, তৃণমূল থেকে সিপিএম, কংগ্রেস, ভোট প্রচারে সব দলকেই একেবারে কোমর বেঁধে মাঠে নামতে দেখা গিয়েছিল। হাত খুলে খরচ করতে দেখা গিয়েছে সবাইকে। এদিকে ২০১৯ সালের পাতায় নজর দিলে দেখা যাবে সেই বার লোকসভা ভোটে খরচ হয়েছিল ৫৫ থেকে ৬০ হাজার কোটি টাকা। যা এবার একেবারে দ্বিগুণেরও বেশি।
কলকাতা: প্রায় আড়াই মাসের যজ্ঞ। খরচ ১.৩৫ লক্ষ কোটি টাকা। তাতেই তৈরি হয়ে গিয়েছে নয়া নজির। একেবারে বিশ্ব রেকর্ড। ‘সেন্টার ফর মিজিয়া স্টাডিজের’ তথ্য বলছে ১.৩৫ লক্ষ কোটি টাকা খরচ করে ভারতের চব্বিশের লোকসভা নির্বাচন বিশ্বের সবথেকে ব্যয়বহুল নির্বাচন হয়ে উঠেছে। এই হিসাব ধরে অঙ্ক কষলেই দেখা যাবে প্রতি ভোট সংগ্রহ করতে খরচ হয়েছে ১৪০০ টাকা করে। অঙ্কটা সামনে আসতেই চোখ কপালে তুলছেন অনেকে।
এই রেকর্ড গড়ে একেবারে আমেরিকাকেও পিছনে ফেলে দিয়েছে ভারত। তথ্য বলছে, ২০২০ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে খবর হয়েছিল ১.২০ লক্ষ কোটি টাকা। এবার সেই অঙ্ককেও ছাপিয়ে গেল ভারত। বিজেপি থেকে সমাজবাদী পার্টি, তৃণমূল থেকে সিপিএম, কংগ্রেস, ভোট প্রচারে সব দলকেই একেবারে কোমর বেঁধে মাঠে নামতে দেখা গিয়েছিল। হাত খুলে খরচ করতে দেখা গিয়েছে সবাইকে। এদিকে ২০১৯ সালের পাতায় নজর দিলে দেখা যাবে সেই বার লোকসভা ভোটে খরচ হয়েছিল ৫৫ থেকে ৬০ হাজার কোটি টাকা। যা এবার একেবারে দ্বিগুণেরও বেশি।
প্রসঙ্গত, প্রার্থীদের ভোটের খরচে লাগাম টানা থাকলেও দলের ক্ষেত্রে নেই কোনও লাগাম। নেই কোনও ঊর্ধ্বসীমা। অন্যদিকে ‘সেন্টার ফর মিজিয়া স্টাডিজ’ আরও বলছে, স্বাধীনতার পর থেকে ভারতে প্রার্থী পিছু নির্বাচনী খরচ বেড়েছে প্রায় ৩০০ গুণ। ১৯৫১-৫২ সালে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারতেন। কিন্তু, পরে তা ক্রমেই বাড়তে থাকে। ২০২২ সালের আগে পর্যন্ত প্রতি সাংসদ পদপ্রার্থী ৯৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। বিধায়ক পদপ্রার্থীদের ক্ষেত্রে অঙ্কটা ২৮ থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত। তবে রাজ্যভেদে কিছু ক্ষেত্রে তারতম্যও রয়েছে। তবে মনোনয়ন জমা দেওয়ার পর থেকে জনসভা থেকে রোড শো, বিজ্ঞাপন সব ক্ষেত্রে প্রার্থীরা কত খরচ করছেন তার পুরো হিসাবই রাখতে হয়।